নিজস্ব প্রতিবেদন: সরকার জালিয়াতদের খুঁজে বের করবেই। পিএনবি দুর্নীতিতে নীরবতা ভেঙে মন্তব্য অর্থমন্ত্রী অরুণ জেটলির।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ককে প্রতারণা করে ১১,৪০০ কোটি টাকা ঋণ নিয়ে এখন দেশছাড়া হিরে ব্যবসায়ী নীরব মোদী। সেই নীরবের নাম মুখেই আনেননি জেটলি। বরং পিএনবির দুর্নীতির দায় চাপিয়েছেন অডিটরদের উপরেই। অর্থমন্ত্রীর মন্তব্য, টানা ৭ বছর ধরে ব্যাঙ্কের ইন্টারন্যাল ও এক্সটারন্যাল অডিটররা জালিয়াতি ধরতেই পারেননি।
মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‌যেকোনও ধরনের দুর্নীতি ‌যাতে না হয় তার জন্য সব ক্ষমতাই ব্যাঙ্ক কর্তৃপক্ষের রয়েছে। তার পরেও ‌যদি দুর্নীতি হয় তা হলে বলতে হয় নজরদারিতেই কোনও গলদ ছিল।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-রাতভর মদ্যপান, বাইকে বন্ধুকে বাড়ির পৌঁছে ফেরার পথেই স্ট্যান্ড রোডে দুর্ঘটনা
দেশে ব্যাঙ্ক দুর্নীতির ইতিহাসে সবচেয়ে বড় এই জালিয়াতির প্রভাব ‌যে করদাতাদের উপরে পড়বে তা স্বীকার করে নেন জেটলি। তবে সরাসরি নীরব মোদী ও মেহুল চোকসির কথা মুখে না আনায় অবাক বিভিন্ন মহল।
উল্লেখ্য পিএনবি জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভি‌যোগে নীরব মোদী ও মেহুল চোকসির কোম্পানির ৫ আধিকারিককে গ্রেফতার করেছে সিবিআই। এদের মধ্যে রয়েছে অনিল ও মুকেশ আম্বানির খুড়তুতো ভাইও।