ওয়েব ডেস্ক: জিএসটি লাগু হওয়ায় কেন্দ্রীয় সরকার বেশ খোশ মেজাজেই ছিল। কিন্তু তা এবার জোর ধাক্কা খেল। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে ‌যে জিএসটি বাবদ সরকারের ঘরে আসা টাকার অনেকটাই বেরিয়ে ‌যাবে রিফান্ড হিসেবে। এনিয়ে তদন্তের নির্দেশও দিয়েছে সরকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জিএসটি বাবদ জুলাই মাসে সরকারের ঘরে এসেছে ৯৫,০০০ কোটি টাকা। ওই টাকার মধ্যে ৬৫,০০০ কোটি টাকা রিফান্ড দাবি করেছেন করদাতারা।


সংবাদ মাধ্যমের খবর অনু‌যায়ী দেশের ১৬২টি কোম্পানির বিরুদ্ধে তদন্ত শুরু করা হচ্ছে। ওইসব কোম্পানি বিপুল টাকা ট্যাক্স জমা দিয়েছে। ফলে তারা রিফান্ডের দাবিও করেছে বিশাল অঙ্কের। এদের মধ্যে ‌যারা ১ কোটি টাকা রিফান্ড দাবি করেছে তাদের ওপরে বিশেষ নজর দেওয়া হচ্ছে। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে এনিয়ে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।


আরও পড়ুন-আচমকাই সেনা জওয়ানকে কষিয়ে থাপ্পড় মহিলার, তারপর?