আচমকাই সেনা জওয়ানকে কষিয়ে থাপ্পড় মহিলার, তারপর?

Updated By: Sep 16, 2017, 09:28 AM IST
আচমকাই সেনা জওয়ানকে কষিয়ে থাপ্পড় মহিলার, তারপর?

ওয়েব ডেস্ক: গাড়ি চালাতে চালাতে হঠাৎই সেনা ট্রাকের সামনে এসে গাড়ি থামান বছর ৪৪-এর এক মহিলা। তারপর আচমকাই এক সেনা জওয়ানের সামনে এগিয়ে এসে তাঁকে একের পর এক থাপ্পড় কষাতে থাকেন। জওয়ানটি কিছু বুঝে ওঠার আগেই তাঁকে মারতে থাকেন ওই মহিলা। অতর্কিত এই ঘটনায় হতভম্ব হয়ে ‌যান জওয়ান। ‌যদিও কী কারণে মহিলা এমন ঘটনা ঘটালেন তার কোনও কারণ এখনও প‌র্যন্ত খুঁজে পাওয়া ‌যায়নি। সম্প্রতি, এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে মহিলার কাণ্ডকারখানা সমালোচনা করেছেন নেটিজেনরা।

এনডিটিভি সূত্রে খবর, ঘটনাটি গত শনিবারের দিল্লি সংলগ্ন গুড়গাঁও এলাকার। আর ভিডিওটি করেছিলেন এক প্রত্যক্ষদর্শী। জানা গিয়েছে, ৪৪ বছরের ওই মহিলার নাম স্মৃতি কালরা, তাঁর বাড়ি দক্ষিণ দিল্লির বসন্ত কুঞ্জ এলাকায়। তিনি বিবাহবিচ্ছিন্না। 

ভিডিওটি দেখে প্রথমটা ‌যে কেউ মনে করবেন হয়ত জওয়ানের সঙ্গে কোনও কারণে তর্কাতর্কি হয়েছে। তবে পরে জানা ‌যায়, এমন কোনও কিছুই ঘটেনি।
এনডিটিভি সূত্রে খবর, অকারণে এক সরকারি কর্মীকে মারধরের অপরাধে দিল্লি পুলিস মহিলাকে গ্রেফতার করে, পরে অবশ্য  তিনি জামিনে ছাড়া পান। পুলিস ওই মহিলার গাড়িটি বাজেয়াপ্ত করেছে।

ভিডিও ও খবরের সূত্র এনডিটিভি

 

আরও পড়ুন- '‍বাবা পে ভরসা কিঁউ কিয়া?'‍ ইন্টারনেটে ভাইরাল রাম রহিমকে নিয়ে নতুন '‍সোনু গান'‍

.