জি ২৪ ঘণ্টা ডিজিট্যাল ব্যুরো: গুজরাত এগিয়ে চলেছে বিজেপি (BJP), পিছনে কংগ্রেস (Congress)। মোদী-শাহের (Modi-Shah) রাজ্যে মাত্র কয়েকটি আসনে এগিয়ে কেজরিওয়ালের আপ (Aap)। এবার জিতলে সাত বারের জন্য ক্ষমতায় আসবে গেরুয়া শিবির। ফল স্পষ্ট হল আর কিছুক্ষণের মধ্যেই। গুজরাত নির্বাচনের ফলাফল কিছুটা প্রত্যাশিতই ছিল। সেইমতোই বৃহস্পতিবার গেরুয়া ঝড় দেখা যাচ্ছে মোদী-শাহের রাজ্যে। বিগত ২৭ বছর ধরে গুজরাতে টানা ক্ষমতায় থেকেছ বিজেপি। ১৮২ আসন বিশিষ্ট গুজরাত বিধানসভা নির্বাচনে এবারও এগিয়ে বিজেপি। গুজরাত বিধানসভায় ম্যাজিক ফিগার ৯২। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, J&K: নভেম্বর পর্যন্ত জম্মু ও কাশ্মীরে শহিদ হয়েছেন কতজন সেনা, সংসদে জানাল কেন্দ্র


১৫০ টি আসনে এগিয়ে বিজেপি। ম্যাজিক ফিগারকেও পিছনে ফেলে দিয়ে প্রথম থেকেই ফলাফল গেরুয়া শিবিরের পক্ষে। কংগ্রেস এগিয়ে মাত্র ২১ টি আসনে। আপ এগিয়ে ৭ টি আসনে, অন্যান্য দল ৪ আসনে এগিয়ে। গুজরাটে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভূপেন্দ্র প্যাটেল এগিয়ে ২৩ হাজার ৭১৩ ভোটে। বীরামগম বিধানসভা আসন থেকে এগিয়ে BJP প্রার্থী হার্দিক প্যাটেল। নিজের কেন্দ্রে এগিয়ে আপের মুখ্যমন্ত্রী পদপার্থী ইসুদন গাঁধভি। এর আগে গুজরাতে একক সংখ্যাগরিষ্ঠ কোনও রাজনৈতিক দল এত আসন জেতার পথে এগোয়নি। এই ট্রেন্ড বজায় থাকলে প্রধান বিরোধী দলের তকমাও হারাতে পারে কংগ্রেস। 


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাতের ভূমিপুত্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও সেখানকার ঘরের ছেলে। এমনকী ‘গুজরাত মডেল’কে সামনে রেখেই জাতীয় রাজনীতিতে পদার্পণ করেন তাঁরা এবং অভূতপূর্ব সাফল্যও পান। গুজরাত নির্বাচনের জন্য, বিজেপি তাদের ১৬০ প্রার্থীর প্রথম তালিকা ঘোষণা করে। রাজ্যের মোট ১৮২টি বিধানসভা কেন্দ্রের জন্য ভোট হয়। তালিকায় ১৪ জন মহিলা, ১৩ জন তফসিলি জাতির সদস্য এবং ২৪ জন তফসিলি উপজাতি রয়েছে। গত রাজ্য নির্বাচন থেকে ৬৯ জন বিজয়ী প্রার্থীকে ফের টিকিট দেওয়া হয়।


রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেছে বিজেপি। অন্যদিকে, গুজরাতের মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে ইসুদন গাঁধভিকে ঘোষণা করেছে আপ। গুজরাটে ১৮২টি আসনের জন্য ১৬২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। গুজরাত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অন্যান্য দলগুলো হল- এআইএমআইএম, সমাজবাদী পার্টি, বিএসপি, সিপআইএম ও ভারতীয় ট্রাইবাল পার্টি (বিটিপি)।


আরও পড়ুন, Winter Session 2022: খাড়গের ডাকা বৈঠকে সুদীপ, অন্যদিকে মোড় নিচ্ছে তৃণমূল-কংগ্রেসের সম্পর্ক!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App