Amit Shah on Anti-Sikh Riot: `টানা ৩ দিন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি`, কংগ্রেসকে চুরাশির শিখ বিরোধী হিংসার কথা মনে করালেন শাহ
গুজরাটে ২০০২ সালে গোধরা পরবর্তী হিংসার একাধিক ঘটনায় নরেন্দ্র মোদীকে ক্লিন চিট দেয় স্পেশাল ইনভেস্টিগেশন টিম। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন গুলবর্গা হিংসার ঘটনায় নিহত কংগ্রেস সাংসদ এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরি
নিজস্ব প্রতিবেদন: গুজরাট হিংসার একটি মামলায় নরেন্দ্র মোদীকে ক্লিনচিট দিয়েছে সুপ্রিম কোর্ট। এনিয়ে এবার এক সাক্ষাতকারে কংগ্রেসের বিরুদ্ধে সরব হলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। টেনে আনলেন ১৯৮৪-র শিখ বিরোধী হিংসা প্রসঙ্গ।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাতকারে অমিত শাহ বলেন, ২০০২ সালে গুজরাট দাঙ্গার সময় সেনা ডাকতে কোনও দেরী করেনি রাজ্য সরকার। পঞ্জাবের প্রাক্তন ডিজিপি কেপিএস গিল একসময় এনিয়ে বলেছিলেন, সেইসময় গুজরাট সরকার হিংসা দমনে যে পদক্ষেপ নিয়েছিল তা অত্যন্ত 'দ্রুত ও নিরপেক্ষ'।
গুজরাট হিংসার কথা বলতে গিয়ে ১৯৮৪ সালে তত্কালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু পরবর্তী দিল্লিতে শিখ বিরোধী হিংসার কথা টেনে আনেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, সেইসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনওভাবেই দেরী করেনি গুজরাট সরকার। গুজরাট বনধের যখন ডাক দেওয়া হয়েছিল তখনই সেনা তলব করে রাজ্য সরকার। কিন্তু সেনা পৌঁছাতে কিছুটা সময়ে লেগেছিল। সেনা নামাতে গোটা একা দিনও দেরী হয়নি। সুপ্রিম কোর্টও এর প্রশংসা করেছে। ধরে নিন একটি থানায় ১৫০ জন পুলিস ছিলেন। সেখানে পুলিকর্মী বাড়িয়ে ৪০০ করা হল। এখন যদি কোনও জায়গায় ২ লাখ লোক জড়ো হয়ে যায় তাহলে পরিস্থিতি আয়ত্বে আনতে দেরী হবে। মনে রাখতে হবে গুজরাট হিংসায় পুলিসের গুলিতে ৯০০ জনের মৃত্যু হয়েছে।
গুজরাটে ২০০২ সালে গোধরা পরবর্তী হিংসার একাধিক ঘটনায় নরেন্দ্র মোদীকে ক্লিন চিট দেয় স্পেশাল ইনভেস্টিগেশন টিম। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন গুলবর্গা হিংসার ঘটনায় নিহত কংগ্রেস সাংসদ এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরি। সেই মামলাতেও মোদীকে ক্লিন চিট দিয়েছে সুপ্রিম কোর্ট।
দিল্লিতে শিখ বিরোধী হিংসা নিয়ে ওই সাক্ষাতকার অমিত শাহ বলেন, 'দিল্লিতেই সেনার সদর দফতর। তার পরেও সেখানে বহু শিখ খুন হয়েছিলেন। তিন দিন ধরে সরকার কিছু করেনি। অনেক সিট গঠন করা হয়েছিল। আমাদের সরকারের আমলেও একটি সিট গঠন করা হয়েছিল। ক'জন গ্রেফতার হয়েছে?'
আরও পড়ুন-Amit Shah: ১৯ বছর মুখ বুজে 'বিষপান' করেছেন মোদী, গুজরাট দাঙ্গা প্রসঙ্গে প্রধানমন্ত্রীর পাশে শাহ