মোদীকে মনমোহনী খোঁচা : ভোট পেতে সম্মানজনক পথ ধরুন
নোট বাতিল ও জিএসটি- জোড়া হাতিয়ারে নরেন্দ্র মোদীকে নিশানা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
নিজস্ব প্রতিবেদন: মানুষকে প্রভাবিত করতে আরও সম্মানজনক পথ বাছতে পারতেন প্রধানমন্ত্রী। গুজরাটে ভোটপ্রচারে এই ভাষাতেই মোদীকে নিশানা করলেন মনমোহন সিং। শনিবার সুরাটে অর্থনীতিবিদ তথা প্রাক্তন প্রধানমন্ত্রীর বক্তৃতা জুড়ে ছিল নোট বাতিল ও জিএসটির কুফল।
এদিন ব্যবসায়ীদের সভায় মনমোহন বলেন, ''নোট বাতিলের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই চলে এল জিএসটি। আপনাদের সঙ্গে আলোচনা করা বা মতামত নেওয়ার চেষ্টাও করা হয়নি। প্রধানমন্ত্রী নিজেও গুজরাটি। তিনি দাবি করেন, গরিবদের তাঁর থেকে বেশি কেউ জানে না, অথচ সেই তিনিই বুঝতে পারলেন না তাঁর সিদ্ধান্ত কতটা কষ্ট দিয়েছে আপনাদের।'' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অচ্ছে দিনের স্লোগানকেও বিঁধেছেন মনমোহন। তাঁর কথায়, ''বিশ্বাসের ওপর আপনাদের ব্যবসা চলে। বিশ্বাস না থাকলে ব্যবসা ভেঙে পড়বে। প্রধানমন্ত্রীর অচ্ছে দিনের ওপর ভরসা রেখেছিলেন আপনারা। সেই আশা আজ ডুবে গিয়েছে।''
আরও পড়ুন- সত্যিই! আধার করাতে ভারতে এসেছিলেন ইভাঙ্কা ট্রাম্প?
এরইসঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রীর দাবি, নোট বাতিলের জেরে ভারতের অর্থনীতির ক্ষতি হলেও লাভবান হয়েছে চিন। কীভাবে? মনমোহন সিংয়ের ব্যাখ্যা, ''২০১৬-১৭ সালে চিন থেকে ভারতের আমদানির অঙ্ক ছিল ১.৯৬ লক্ষ কোটি টাকা। ২০১৭-১৮ সালে ওই একই সময়ে চিন থেকে আমদানি অঙ্ক বেড়ে হয়েছে ২.৪১ লক্ষ কোটি টাকা। ৪৫,০০০ কোটি টাকার আমদানি বৃদ্ধি পেয়েছে। এর পিছনে কৃতিত্ব নোটবন্দি ও জিএসটি-র।''
আরও পড়ুন- নোট বাতিলে লাভবান হয়েছে চিন, দাবি মনমোহন সিংয়ের
নিজেকে চাওয়ালা হিসেবে প্রচার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি যে গরিব পরিবার থেকে উঠে এসেছেন, তাও বারবার শোনা যায় তাঁর মুখে। দারিদ্রের সঙ্গে লড়াই করেছেন মনমোহন সিংও। তবে তিনি এসব নিয়ে প্রচার করতে বা নরেন্দ্র মোদীর সঙ্গে প্রতিযোগিতায় নামতে আগ্রহী নন বলে জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। পাশাপাশি নরেন্দ্র মোদী যেভাবে বিরোধীদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন, তা নিয়েও বিরক্ত মনমোহন। তাঁর খোঁচা, ''আমার আশা, প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে প্রভাবিত করতে আরও সম্মানজনক রাস্তা খুঁজে বের করবেন।''
আরও পড়ুন- সমু্দ্র বাণিজ্য গোষ্ঠীর নির্বাচনে বড় জয় ভারতের
গুজরাটে ভোটের আগে টানা সভা করতে চলেছেন নরেন্দ্র মোদী। এখন দেখার মনমোহন সিংয়ের খোঁচার জবাব কীভাবে দেন তিনি?