ওয়েব ডেস্ক:  দলতি হয়েও গোঁফ রেখেছিল। এটাই ছিল তার 'অপরাধ'। উচ্চবর্ণের ব্যক্তিদের কাছে আক্রান্ত হতে হয়েছিল এক যুবককে। প্রতিবাদে থানায় এফআইআর করেছিলেন তিনি। এবার তার প্রতিশোধ নিয়ে আক্রান্তের ভাইয়ের উপর চলল ব্লেড হামলা। ঘটনাটি ঘটেছে গুজরাটের লিম্বোদারা গ্রাম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ২৫ সেপ্টেম্বর পীযুষ পারমার নামে ২৪ বছরের এক যুবককে মারধর করার অভিযোগ ওঠে উচ্চবর্ণের কয়েকজনের বিরুদ্ধে। সেদিন ওই ব্যক্তির সঙ্গে ছিলেন তাঁর ভাই দিগন্ত। গতকাল সতেরো বছরের দিগন্তের উপর ব্লেড দিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে। মঙ্গলবার বিকালে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন দিগন্ত। অভিযোগ, সেসময় কয়েকজন যুবক মুখে কালো কাপড় বেঁধে তাঁর উপর হামলা করে। এলোপাথাড়ি ব্লেড চালানো হয় তাঁর পীঠের ওপর।


আক্রান্তের পরিবারের অভিযোগ, প্রথমবার হামলার পর তাঁরা থানায় এফআইআর দায়ের করেছিলেন। এটা তারই প্রতিশোধ। পরিবারের আরও দাবি, হামলাকারীদের কয়েকজন নাকি স্বীকারও করে নিয়েছে, এই কাজ করার জন্য উচ্চবর্ণের কয়েকব্যক্তি তাদের দেড় লক্ষ টাকা দিয়েছিলেন। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।