নিজস্ব প্রতিনিধি : 'গডম্যান' গুরমিত রাম রহিমের জামিন মঞ্জুর করল পঞ্চকুলার সিবিআই আদালত। তাঁর ডেরায় থাকা প্রায় ৪০০ পুরুষের অন্ডকোষ জোর করে কেটে বাদ দিয়েছেন তিনি। অভিযোগ ছিল এমনই। এই মামলার ভার দেওয়া হয়েছিল সিবিআইকে। শুক্রবার সেই মামলায় জামিন মঞ্জুর হল ডেরা সাচ্চা সউদা প্রধানের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  রেপো ও রিভার্স রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই


জেল থেকে অবশ্য রেহাই পাচ্ছেন না রাম রহিম। ডেরার দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই মামলা থেকে রেহাই পাচ্ছেন না তিনি। আদালতের তরফে তাঁকে ২০ বছরের কারাদন্ডের শাস্তি দেওয়া হয়েছে। আপাতত সেই শাস্তি বহাল থাকছে। ২৩ আগস্ট সিবিআইয়ের স্পেশাল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাম রহিমের জামিনের আবেদন খারিজ করেছিল। এর পরই সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সিবিআই বিচারক জগদীপ সিংয়ের কাছে আবেদন করেন রাম রহিম। 


আরও পড়ুন-  রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক এস-৪০০ প্রতিরক্ষা চুক্তি ভারতের!


পঞ্চকুলা সিবিআই আদালতে রাম রহিমের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ইতিমধ্যে চার্জশিট পেশ হয়েছে। তবে আপাতত ৪০০ পুরুষের অন্ডকোষ কেটে ফেলার অভিযোগের মামলায় তিনি জামিন পেলেন। রাম রহিম দুই ডাক্তারের সঙ্গে মিলে এমন কাজ করতেন বলে অভিযোগ উঠেছিল। সেই দুই ডাক্তারের বিরুদ্ধেও মামলা চলছে।