নিজস্ব প্রতিবেদন: অম্বুবাচী উপলক্ষ্যে মেলার আগে ভয়ঙ্কর ঘটনা। অসমের কামাখ্যা মন্দিরের কাছেই মিলল মহিলার মুণ্ডহীন দেহ। বুধবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-প্রতীক্ষার অবসান, অবশেষে দক্ষিণবঙ্গে ঢুকল বর্ষা


কামাখ্যা মন্দির সংলগ্ন বনদুর্গা মন্দিরের সিঁড়ির কাছেই মিলল ওই দেহ। পাশেই পাওয়া গিয়েছে একটি প্রদীপ ও মাটির কিছু জিনিসপত্র, লাল সুতো, প্লাস্টিকের খালি বোতল। অন্য একটি বোতল পাওয়া গিয়েছে সামান্য তেল। জানিয়েছেন গুয়াহাটির ডেপুটি পুলিস কমিশনার কে কে চৌধুরি।




ঘটনার কথা মাথায় রেখে এলাকায় পুলিস প্রহরা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন গুয়াহাটির পুলিস কমিনার দীপক কুমার। ঘটনাটি কোনও নরবলির ঘটনা কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে।


মঙ্গলবার মন্দিরে যান রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। আগামী ২২ জুলাই থেকে ২৫ জুন পর্যন্ত কামাখ্যা মন্দিরে বাত্সরিক অম্বুবাচি হওয়ার কথা।


আরও পড়ুন-হারের পর এলাকার দখল নিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে ট্রিগার হ্যাপি পুলিস: মুুকুল  


ওই চারদিন ভক্তদের মন্দিরের প্রবেশ করতে দেওয়া হয় না। এলাকায় এইসম কৃষিকাজও বন্ধ রাখা হয়। পঞ্চম দিনে বিগ্রহকে স্নান করানোর পর মন্দিরের ভক্তদের প্রবেশের অনুমতি মেলে। এইসময় মন্দির দর্শনে আসেন কয়েক লাখ মানুষ।