ওয়েব ডেস্ক: পাঠানকোটে পরিত্যক্ত ব্যাগ ঘিরে চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। রবিবার পাঠানকোটের মানুন ক্যান্টনমেন্টের কাছে একটি পরিত্যক্ত ব্যাগ পাওয়া গেছে। তাতে সেনার পোশাক ছিল। মোট পাঁচটি শার্ট ও দুটি পান্ট ছিল ওই ব্যাগের ভিতরে। তবে কি সেনাউর্দি ব্যবহার করে জঙ্গিরাই ঢুকে পড়েছে পাঠানকোটে?  মূহূর্তে এই সন্দেহে আতঙ্ক তৈরি হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন মাওবাদীদের নিন্দার মুখে এবার অক্ষয় কুমার ও সাইনা নেহওয়াল


আর এই সন্দেহ থেকেই শুরু হয়েছে তল্লাসি। সেনাশহরের আঁতিপাতি খুঁজে দেখা হচ্ছে। দুহাজার ষোলোর জানুয়ারিতে সীমান্ত টপকে এসে বিমান ঘাঁটিতে হামলা চালায় ৪ জঙ্গি। তারপর থেকেই কোনও ঝুঁকি নেয় না ভারতীয় সেনা।


আরও পড়ুন  ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই হাঁটতে শুরু করল সদ্যজাত! দেখুন ভিডিও