জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নজর হিমাচলের বিধানসভা ভোটে। শনিবার আটষট্টি আসনে ভাগ্য নির্ধারণ চারশো বারোজন প্রার্থীর। ডিসেম্বরের আট তারিখ গণনা। হিমাচল প্রদেশে নতুন সরকার গঠনের জন্য ৫৫ লক্ষেরও বেশি ভোটার ভোট দিয়েছেন। প্রতিটি বিধানসভা নির্বাচনে সরকার বদলের পাহাড়ি রাজ্যের পুরনো প্রথা ভেঙে দেওয়ার আশা করছে শাসক দল বিজেপি। গেরুয়া দল হাইভোল্টেজ নির্বাচনী প্রচারে জোর দিয়ে বলেছে, উন্নয়নের চাবিকাঠি 'ধারাবাহিকতা', যদিও প্রধান বিরোধী দল কংগ্রেসের বক্তব্য, স্থানীয় ইস্যু নিয়ে লড়াই হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, UP Rape: নাবালিকাকে ধর্ষণ যোগী রাজ্যে, ছবি তুলে হোয়াটসঅ্যাপে স্টেটাস আপডেট বর্বরের!


হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচন ২০২২-এর আগে বিজেপি তাদের ইস্তেহারে বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল। জয়রাম ঠাকুরকে মুখ্যমন্ত্রীর মুখ করে গেরুয়া নেতৃত্ব '১১টি প্রতিশ্রুতি' সামনে রেখে এগিয়েছিল এবং পাহাড়ে দ্বিতীয়বারের জন্য সরকার গঠন করলে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর (ইউনিয়ন সিভিল কোর্ট) করার প্রতিশ্রুতি দিয়েছে। নির্বাচনী ইস্তেহারে বিজেপি ইউসিসি কার্যকর করা, হিমাচল প্রদেশে সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ এবং অন্যান্য পদক্ষেপের মধ্যে ক্ষুদ্র ও দরিদ্র কৃষকদের আর্থিক সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।


দলের পক্ষ থেকে বলা হয়েছে, বিশেষজ্ঞ কমিটি যে রিপোর্ট তৈরি করেছে, তার ভিত্তিতেই বিজেপি নেতৃত্বাধীন সরকার পাহাড়ে অভিন্ন দেওয়ানি বিধি চালু করবে। সিমলায় 'সঙ্কল্পপত্র 2022' প্রকাশ করে বিজেপি সভাপতি জেপি নাড্ডা ক্ষুদ্র কৃষকদের বছরে ছয় হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দেন। ১১টি প্রতিশ্রুতির ইস্তেহারে সব গ্রামকে সড়কের সঙ্গে যুক্ত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 'শক্তি' নামে একটি কর্মসূচিতে আগামী ১০ বছরে ১২ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতির পাশাপাশি ধর্মীয় স্থানগুলির আশপাশে পরিবহণ ও পরিকাঠামো উন্নয়নের কথাও বলা হয়েছে।


অন্যদিকে, কংগ্রেসের লক্ষ্য হল আঞ্চলিক ইস্যুকে হাতিয়ার করে চলা। উন্নত ভবিষ্যতের লক্ষ্যে হিমাচলের জনগণকে ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন রাহুল গান্ধী। এমনকী ওপিএস-এর (ওল্ড পেনশন স্কিম) কথাও উল্লেখ করে তারা। প্রত্যেক ঘরে যাতে সমৃদ্ধি ঘটে সেই হর ঘর লক্ষ্মীর প্রতিশ্রুতিও দেয় হাতশিবির। 


শনিবার বিকেল ৩ টে পর্যন্ত ভোটদান হয়েছে ৫৫ শতাংশ- 


Till 3 PM 
BHARMOUR 55
BHATIYAT 55
FATEHPUR 55
JAWALI 55
DEHRA 57
JASWAN  PRAGPUR 53
JAWALAMUKHI 52
JAISINGPUR 56
SULAH 57
NAGROTA 58
KANGRA 58
DHARAMSALA 52
MANALI 53
KULLU 57
BANJAAR 51 
ANI  62
KARSOG 61
Sundernagar 60
Nachan 55
Seraj 70
Jogindernagar 56
Mandi 60
Balh 55
Sarkaghat 53
Bhoranj 45
Sujanpur 65
HAMIRPUR 54
BADSAR 60
NADAUN 53
CHINTPURNI 57
GAGRET 61
HAROLI 59
UNA 58
KUTLEHAR 53
JHANDUTA 56
GHUMARWIN 50
BILASPUR 54
NAINADEVI 55
NALAGARH 55
DOON 62
SOLAN 56
KASAULI 60
PACHAAD 63
NAHAN 59
RENUKA 64
PAONTA 54
CHOPAL 54
SHILLAI 61
THEOG 61
KASUMPATI 47
SHIMLA (U) 52
SHIMLA RURAL 54
JUBBAL KOTKHAI 64
RAMPUR 52
ROHRU 56
KINNAUR 55


আরও পড়ুন, Gujarat Election 2022: বড় চ্যালেঞ্জের মুখে ইসুদন গাধভি, ৬ বারের বিধায়কের মুখোমুখি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)