মানবতাই ধর্ম, মৃত্যু পথযাত্রী মুসলিম করোনা রোগীকে কলমা পড়ে শোনালেন হিন্দু চিকিত্সক
রেখার ওই ব্যবহারে মুগ্ধ নেটিজেনরা
নিজস্ব প্রতিবেদন: ধীরে ধীরে নিভে যাচ্ছিল রোগীর জীবনদীপ। বুঝতে পারছিলেন আইসিইউতে ডিউটিতে থাকা চিতিত্সক ডা রেখা কৃষ্ণা। মৃত্যু পথযাত্রী ওই মুসলিম কোভিড রোগীর কানে কলমা(Islamic Prayer) পড়ে শোনালেন কৃষ্ণা। তার পরেই মৃত্যু কোলে ঢলে পড়লেন ওই রোগী। হিন্দু চিকিত্সকের এহেন কাণ্ডে মুগ্ধ নেট দুনিয়া।
আরও পড়ুন-'গৃহবন্দি' ফিরহাদদের বাড়ির বাইরে সিসিটিভি ক্যামেরা বসাচ্ছে সিবিআই
কেরলের পালাক্কাড জেলার পাটাম্বির এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ওই মহিলা কোভিড রোগী। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় টানা ২ সপ্তাহ ধরে তাঁকে রাখা হয়েছিল ভেন্টিলেশনে(Ventilation)। তাতেও খুব বেশি উন্নতি হয়নি। গত ১৭ মা তাঁকে বের করা হয় ভেন্টিলেশন থেকে। পরিস্থিতির যে উন্নতির কোনও আশা নেই তা জানিয়ে দেওয়া হয় পরিবারকে।
হাসপাতালে আইসিইউতে(ICU) ডিউটিতে ছিলেন ডা রেখা কৃষ্ণা। তিনি জানান, 'বুঝতে পারছিলাম ওঁর সময় শেষ হয় আসছে। কাছে এগিয়ে গিয়ে ওঁর কানে কলমা পড়লাম। এরপরই উনি একটা দীর্ঘ শ্বাস নিলেন। তার পরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন। আগে থেকে পরিকল্পনা করে কিছু করিনি। হঠাত্ করেই মাথায় এসে গিয়েছিল ব্যাপারটা কারণ আমি বড় হয়েছি দুবাইয়ে। ফলে মুসলিমদের ধর্মীয় আচার আচরণ সম্পর্কে অনেকটাই জানতাম।'
আরও পড়ুন-ফিরহাদদের জামিন মামলায় গঠিত হাইকোর্টের ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চ
রেখার ওই ব্যবহারে মুগ্ধ নেটিজেনরা। তবে অনেকেই তাঁর এই কাজকে অন্য ভাবেও দেখছেন। এনিয়ে ডাক্তার কৃষ্ণা বলেন,'আমি যা করেছি সেটাকে আমি কোনও ধর্মীয় আচার বলে মনে করি না। এটা একটা মানবিক কাজ। কোভিড রোগীদের একটা বড় সমস্যা হল তারা খুবই একলা বোধ করে থাকেন। তাই ওদের জন্য যতটুকু করা সম্ভব সেটাই করা উচিত। '