সোপিয়ানে এনকাউন্টারে খতম বুরহান ঘনিষ্ঠ হিজবুল কমান্ডার ইতলু
ওয়েব ডেস্ক: কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম এক হিজবুল কমান্ডার সহ তিন জঙ্গি। শনিবার সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মারা যায় হিজবুল কমান্ডার ইসাসিন ইতলু। গজনভী নামে উপত্যকায় পরিচিতি এই জঙ্গি হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির ঘনিষ্ঠ।
আরও পড়ুন-অতিবৃষ্টিতে ডুবল বিহারের কিষাণগঞ্জ স্টেশন
গত বছর বুহান ওয়ানি মৃত্যুর পর কাশ্মীরে অশান্তি সৃষ্টির পেছনে বড়সড় ভূমিকা ছিল এই ইতলুর। ফলে ইতলুকে নিকেশ করা সেনাবাহিনীর একটি বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। বর্তমানে সে হিজবুলের অপারেশনাল কমান্ডার ছিল।
আরও পড়ুন-যে দেশে হামিদ আনসারি নিরাপদ, সেখানে তাঁর চলে যাওয়া উচিত, মন্তব্য আরএসএস নেতার
গোয়েন্দা সূত্রে খবর পেয়ে গতকাল সোপিয়ানের আরনিয়া গ্রামে অভিযান চালায় সেনাবাহিনী ও জম্মু ও কাশ্মীর পুলিশ। ইতুলুর সঙ্গে মারা যায় ইরফান ও উমর নামে আরও দুই জঙ্গি। ওই অভিযানে মৃত্যু হয়েছে ২ জওয়ানের। আহত হয়েছেন ৫ জওয়ান।