‌‌‌যে দেশে হামিদ আনসারি নিরাপদ, সেখানে তাঁর চলে ‌যাওয়া উচিত, মন্তব্য আরএসএস নেতার

Updated By: Aug 13, 2017, 04:33 PM IST
‌‌‌যে দেশে হামিদ আনসারি নিরাপদ, সেখানে তাঁর চলে ‌যাওয়া উচিত, মন্তব্য আরএসএস নেতার

ওয়েব ডেস্ক: দেশের মুসলিমরা নিরাপত্তার অভাব বোধ করছেন বলে মন্তব্য করেছিলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। তাঁর এই মন্তব্যকে দুর্ভাগ্যজনক আখ্যা দিলেন আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার। তাঁর দাবি, হামিদ আনসারি এতটাই অভাগা ‌যে তাঁর পাশে দাঁড়ানোর মতো দেশে কেউ নেই। এমনকি মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ অংশও বিরোধিতা করেছে।

হামিদ আনসারিকে তীব্র আক্রমণ করে তিনি বলেন,”দশবছর ধরে তিনি ধর্মনিরপেক্ষ ছিলেন। পদ থেকে সরতেই কট্টরপন্থী হয়ে গেলেন।”

ইন্দ্রেশ কুমারের খোঁচা,”আমি একটাই অনুরোধ করতে চাই, তাঁর মতো ‌যাঁরা মনে করেন, এদেশে মুসলিমরা নিরাপদ নন, তাঁরা অন্য দেশে ‌যেতে পারেন। মুসলিমরা ‌যে দেশে নিরাপদ, সে দেশে তাঁরা চলে ‌যেতে পারেন।”  

 

.