ওয়েব ডেস্ক: নতুন পাঁচশো ও দুহাজার টাকার নোট কেমন হবে তা দেখালেন কেন্দ্রের অর্থনীতি বিষয়ক দফতরের সচিব শক্তিকান্ত দাস। নগদ লেনদেনের ক্ষেত্রে মানবিক কারণে কিছু ক্ষেত্রকে পাঁচশো ও হাজার টাকা লেনদেনে ছাড় দেওয়া হচ্ছে। ভাষণে জানিয়েছেন প্রধানমন্ত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


নতুন নোট তৈরির জন্য আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক। ব্যাঙ্কের কাছে নতুন নোট যথেষ্টই রয়েছে। বাড়তি নোটের চাহিদা মেটানোর জন্য তৈরি রিজার্ভ ব্যাঙ্ক। জানালেন RBI-এর গভর্ণর উর্জিত প্যাটেল।



পুরনো পাঁচশো টাকার নোট বাতিল করে চালু হবে নতুন পাঁচশো টাকার নোট। চালু হবে দুহাজার টাকার নতুন নোটও। ভাষণে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।