নিজস্ব প্রতিবেদন: পাশবিক বললেও কম বলা হয়।  উত্তরপ্রদেশে এক বিরল প্রজাতির ডলফিনকে পিটিয়ে মারল কয়েকজন যুবক। নির্মম সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই তোলপাড় রাজ্য। যোগী রাজ্যের প্রতাপগড়ের ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-এপ্রিলেই কি বিধানসভা ভোট? বাংলায় ফের আসছেন উপ নির্বাচন কমিশনার


পুলিসের তরফে এক টুইট করে জানানো হয়েছে গত ৩১ ডিসেম্বর ওই ঘটনাটি ঘটেছে রাজ্যের প্রতাপগড়ে(Pratapgarh)। ঘটনায় জড়িত ৩ যুবককে গ্রেফতার করা হয়েছে।


সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, কয়েকজন যুবক হাতে লাঠি, রড, কুড়ুল নিয়ে নির্মমভাবে পিটিয়ে চলেছে ক্যানালে ঢুকে পড়া ওই বড়সড় ডলফিনটিকে(Gangetic Dolphin)। জল কম থাকায় আটকে পড়ে ওই বিরল প্রতাজির ওই ডলফিনটি। কেউ কেউ চিত্কার করে ওইসব যুবকদের থামতে বলার পরও একের পর এক লাঠির আঘাত, কুড়ুলের কোপ পড়তে থাকে ডলফিনটির উপরে। ডলফিনটির শরীর তৈরি হয় গভীর ক্ষত। তার পরও থামেনি যুবকরা।


আরও পড়ুন-KIFF-র ভার্চুয়াল উদ্বোধন: রাখিতে আসতে হবে, 'ভাই' Shahrukh-কে বললেন মুখ্যমন্ত্রী


ঘটনার খবর পেয়েই এলাকায় ছুটে যায় পুলিস ও বন দফতরের কর্মীরা। ততক্ষণে সব শেষ। তাঁরা মৃত ডলফিনটিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেন। গোটা বিষয়টি গোপনই ছিল। আজ ওই ঘটনার একটি ভিডিয়ো ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পুলিস তদন্তে গিয়ে কয়েকজনকে জেরা করলেও কেউ মুখ খোলেনি। পরে ওই ভাইরাল হওয়া ভিডিয়োটি দেখে অভিযুক্তদের পাকড়াও করে পুলিস।