KIFF-র ভার্চুয়াল উদ্বোধন: রাখিতে আসতে হবে, 'ভাই' Shahrukh-কে বললেন মুখ্যমন্ত্রী

সিনেমার ভিডিয়ো কোলাজ প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানানো হয়। যা দেখে চোখে জল এসে যায় উপস্থিত অতিথিদের।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jan 8, 2021, 07:01 PM IST
KIFF-র ভার্চুয়াল উদ্বোধন: রাখিতে আসতে হবে, 'ভাই' Shahrukh-কে বললেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন : করোনার প্রভাব এবার সর্বত্র। মহামারীর কোপ গিয়ে পড়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানেও। এবার এই অনুষ্ঠানও তাই ভার্চুয়াল। ৮ জানুয়ারি, শুক্রবার নবান্ন সভাঘর থেকে ২৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের শুরুতেই তাঁর কিছু সিনেমার ভিডিয়ো কোলাজে প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানানো হয়। যা দেখে চোখে জল এসে যায় উপস্থিত অতিথিদের।

প্রতিশ্রুতি মতোই অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন শাহরুখ খান। তাঁকে বাংলাতে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্ন ছিল, ''কেমন আছো শাহরুখ, ভালো আছো তো?'' দিদির প্রশ্নের উত্তরটাও বাংলাতেই দেন শাহরুখ। কোভিড আবহে চলচ্চিত্র উৎসবে সশরীরে উপস্থিত না থাকতে পারার জন্য আফসোস শোনা যায় কিং খানের গলাতে। কিং খান বলেন, ''মহামারী শিখিয়েছে পরিবার অনেক দামী। কলকাতা আমার পরিবার, পশ্চিমবঙ্গ আমার পরিবার। শীঘ্রই কলকাতায় যাব, সকলের সঙ্গে দেখা করব।'' মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বলেন, ''রাখিতে কিন্তু আসতেই হবে।'' দিদির অনুরোধে সায় জানান শাহরুখও।

আরও পড়ুন-KIFF: ''স্বাস্থ্য সাথী কার্ড করিয়ে নিন'', তারকাদের পরামর্শ মুখ্যমন্ত্রীর

 

আরও পড়ুন-KIFF-এ ৫০ শতাংশ নয়, ১০০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা দেখানো হবে: Mamata

প্রসঙ্গত, প্রত্যেকবার চলচ্চিত্র উৎসবের উদ্বোধন মানেই তারকার খচিত অনুষ্ঠান। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জয়া বচ্চন সহ একঝাঁক তারকার উপস্থিতি। স্বপ্নের তারকাদের একবার দেখার আসায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভিড় জমান বহু মানুষ। নাহ, এবার আর তেমনটা কিছুই হল না। সবটাই ভার্চুয়াল। মহামারীর কারণে সব অনুষ্ঠানই এবার বাতিল। এবার বাইরে থেকে আসেননি কোনও অতিথি। শুধু সত্যজিৎ স্মারক বক্তৃতায় উপস্থিত অনুভব সিনহা। বিষয়, সোশ্যাল রেসপন্সিবিলিটি ইন মেইনস্ট্রিম ইন্ডিয়ান সিনেমা। করোনার কারণে এবার চলচ্চিত্র উৎসবের হলের সংখ্যাও কমানো হয়েছে। জানা যাচ্ছে, শিশিরমঞ্চ, নন্দন, রবীন্দ্রসদন সহ মাত্র ৬টি প্রেক্ষাগৃহে দেখানো হবে চলচ্চিত্র উৎসবের সিনেমাগুলি। মাত্র ৫০ শতাংশ দর্শক নিয়েই দেখানো হবে ছবিগুলি। এবার চলচ্চিত্র উৎসবের থিম কান্ট্রি ইতালি। এবার চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি 'অপুর সংসার'। চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতার আসর থেকে সেরা ছবিকে রয়্যাল বেঙ্গল গোল্ডেন ট্রফি-র পাশাপাশি ৫১ লক্ষ টাকার পুরস্কারও দেওয়া হবে। 

.