নিজস্ব প্রতিবেদন: রাহুল গান্ধী কংগ্রেসের সভাপতি হওয়ার পর থেকেই একটা জল্পনা ছিল। এবার হয়তো কংগ্রেসে যোগ দিতে পারেন খুড়তুতো ভাই তথা সঞ্জয় গান্ধীর পুত্র বরুণ গান্ধী। শুক্রবার এনিয়ে সাংবাদিকদের কাছে বিষয়টি খোলসা করলেন রাহুল গান্ধী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-উচ্চবর্ণের সংরক্ষণের বৈধতা নিয়ে মোদী সরকারের জবাব চাইল সুপ্রিম কোর্ট


গত বুধবারই কংগ্রেসে অভিষেক হয়েছে প্রিয়ঙ্কা গান্ধীর। তাঁকে লোকসভা নির্বাচনে পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছে। ওই ঘটনার পর সাংবাদিকরা স্বভাবতই রাহুলকে প্রশ্ন করে বসেন, এবার কি বরুণ গান্ধীও কংগ্রেসে যোগ দিচ্ছেন! এনিয়ে একটা জল্পনা বাজারে রয়েছে। কংগ্রেস সভাপতি বলেন, ‘এমন কোনও জল্পনার কথা আমার কানে আসেনি।‘ প্রসঙ্গত বিষয়টি নিয়ে আর কথা বাড়াননি কংগ্রেস সভাপতি।


উল্লেখ্য, বেশকিছু দিন ধরেই বিজেপির সঙ্গে সম্পর্ক ভালো নয় সুলতানপুরের সাংসদ বরুণ গান্ধীর। রাজনৈতিক মহলের খবর, বরুণ ঘনিষ্ট মহলে বলেছেন তাঁকে তাঁর প্রাপ্ত সম্মান দেয়নি দল। উত্তরপ্রদেশে গত বিধানসভা নির্বাচনের পরই তাঁর সঙ্গে দলের দূরত্ব আরও বেড়ে যায়। কারণ তাঁর নাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বিবেচনা করেনি দল। রাজনৈতিক মহলে এমনও জল্পনা ছিল যে খোদ মানেকা গান্ধীও নাকি বরুণের হয়ে তদবির করেছিলেন।


আরও পড়ুন-বীরভূমে মুখোমুখি ২ লরির সংঘর্ষ, এখনও পর্যন্ত মৃত ৬


নরেন্দ্র মোদী সরকারের একধিক প্রকল্পের সমালোচনার পাশাপাশি খোলাখুলি ইউপিএ সরকারের মনরেরা প্রকল্পের প্রসংশা করেন বরুণ গান্ধী। অন্যদিকে, খোদ প্রধানমন্ত্রী মনরেগা-র প্রবল সামালোচক। এনিয়ে দুপক্ষের একটা চাপা দ্বন্দ্ব রয়েছে।