বীরভূমে মুখোমুখি ২ লরির সংঘর্ষ, এখনও পর্যন্ত মৃত ৬
শুক্রবার ভোরে আউশগ্রাম থেকে একটি ধানবোঝাই লরি আসছিল। লরিটির গতিবেগ স্বাভাবিক ছিল।
নিজস্ব প্রতিবেদন: দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ৬। আহত আরও ৫। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরের ১৪ নম্বর জাতীয় সড়কে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন: মধ্যরাতে জেরা, সকালে সিজিও কমপ্লেক্সে কী করলেন SVF কর্ণধার শ্রীকান্ত মোহতা?
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, শুক্রবার ভোরে আউশগ্রাম থেকে একটি ধানবোঝাই লরি আসছিল। লরিটির গতিবেগ স্বাভাবিক ছিল। উল্টোদিক থেকে অন্য আরও একটি লরি সিউড়ির দিক থেকে দ্রুত গতিতে আসছিল। দুবরাজপুরের গোপালপুর মোড়ের কাছে দুটি লরিই মুখোমুখি চলে এলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালকরা। মুখোমুখি সংঘর্ষ হয় দুটি লরির।
আরও পড়ুন: চড়ল পারদ, শীত কি তবে বিদায় নিচ্ছে? জানুন কী বলছে হাওয়া অফিস
বিকট শব্দে কেঁপে ওঠে এলাকায়। স্থানীয়রা শব্দ শুনতে পেয়ে এলাকায় ছুটে আসেন। ততক্ষণে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছেনে জনা দশেক লোক। প্রত্যক্ষদর্শীদের দাবি, ৫ জনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। এক জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। আহত হয়েছেন আরও ৫ জন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিত্সকরা।