ওয়েব ডেস্ক : দেশের স্বার্থে প্রয়োজনে নোট বাতিল, সার্জিক্যাল স্ট্রাইক বা জিএসটির মতো সাহসী পদক্ষেপ আবও নেওয়া হবে। কারণ রাজনীতির উর্ধ্বে দেশ। বুধবার মায়নমারে অনাবাসী ভারতীয়দের মঞ্চে দাঁড়িয়ে একথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ''কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তগুলির জন্য বিরোধীদের কাছ থেকে অনেক কথা শুনতে হচ্ছে। তবুও দেশের স্বার্থে যদি এই সিদ্ধান্ত আবারও নিতে হয়, তবুও পিছপা হব না।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি আরবিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, নোটবন্দির পর ভারতে ১৫.৪ লাখ কোটি টাকার বাতিল নোট রয়েছে। বর্তমানে তার ৯৯ শতাংশই ফিরে এসেছে ব্যাঙ্কগুলিতে। এরপরই প্রধানমন্ত্রীর নোটবন্দির সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয় বিরোধীরা। বুধবারের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ''এই নোটবন্দির ফলে দুর্নীতিগ্রস্ত গুটিকয়েক মানুষ সমস্যায় পড়েছে। তাদের জন্য এতদিন ১২৫ কোটি মানুষ সমস্যায় পড়েছিলেন।'' ৩৫ মিনিটের তাঁর ভাষণে তিনি বলেন, ''আগে আমাদের কাছে কোনও তথ্যই ছিল না কোথা থেকে এই কালো টাকা আসছে। কিন্তু, এখন সেই সমস্যা ক্রমেই মিটছে।''


আরও পড়ুন- মায়ানমারের পাশে রয়েছে ভারত, জানিয়ে দিয়ে এলেন প্রধানমন্ত্রী


অন্যদিকে মোদীর বক্তব্যে বার বার 'টার্গেট ২০২২' উঠে এসেছে। তিনি বলেন, ''ভারতীয়রা ক্রমেই মনে করতে শুরু করেছেন আমরা এগিয়ে চলতে পারি। ২০২২ সালে দেশের ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি আমরা এক নতুন ভারতও দেখব।''


নরেন্দ্র মোদীর বুধবারের বক্তব্যে দফায় দফায় উঠে আসে জিএসটি ও সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গও।