মায়ানমারের পাশে রয়েছে ভারত, জানিয়ে দিয়ে এলেন প্রধানমন্ত্রী

Updated By: Sep 6, 2017, 09:56 PM IST
মায়ানমারের পাশে রয়েছে ভারত, জানিয়ে দিয়ে এলেন প্রধানমন্ত্রী

ওয়েব ডেস্ক: মায়ানমারের সঙ্গে ভারতের সেতুবন্ধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে দেশের সঙ্গে ভারতের সুদীর্ঘ সম্পর্ক স্মরণ করিয়ে মোদী বলেন,"মায়ানমার ছাড়া ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস অসম্পূর্ণ। এখান থেকেই সুভাষচন্দ্র বসু গর্জে উঠে আহ্বান করেছিলেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব।"    

অনাবাসী ভারতীয়দের মঞ্চে মোদী বলেন,"আমরা শুধু ভারতকে বদলাচ্ছি না। বরং নতুন ভারত গঠন করতে চাইছি। দারিদ্র, ধর্মান্ধতা, জাতপাত ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাইছি। প্রধানমন্ত্রী নোট বাতিলের পর আরবিআই-এর বার্ষিক রিপোর্ট নিয়ে সরব হয়েছে বিরোধীরা। সেই প্রসঙ্গ না তুলে ইঙ্গিতেই মোদী বোঝালেন, দেশহিতে ‌যে কোনও ধরণের পদক্ষেপ নিতে তিনি পিছপা নন।" 

ভারতে বন্দি মায়ানমারের ৪০জন মৎস্যজীবীকে ছেড়ে দেওয়ার কথাও ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,"বলিউড, ভারতনাট্যম, ব্যবসা, বুদ্ধ ও বর্মাসেগুন কাঠ দুই দেশকে জুড়ে রেখেছে। এর সঙ্গে ‌যোগ রয়েছে পরস্পরের প্রতি ভরসা।" তার আগে রোহিঙ্গা নিয়ে মায়ানমারের উদ্বেগের পাশে ভারত রয়েছে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী। 

আরও পড়ুন, মায়ানমার সরকারকে রোহিঙ্গা সমস্যা অবিলম্বে মেটানোর পরামর্শ রাষ্ট্রপুঞ্জের

.