Covid-19: ফের বিপদ! ব্রিটেনের হারে করোনা ছড়ালে ভারতে রোজ আক্রান্ত হবেন ১৪ লাখ মানুষ!
ব্রিটেনের ছবি ভাবাচ্ছে ভারতকেও
নিজস্ব প্রতিবেদন: ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা একশো পার করেছে। দুনিয়ার ৭৭টি দেশে ছড়িয়েছে করোনার এই নয়া প্রজাতি। এর মধ্যেই নতুন করে ছড়াচ্ছে কোভিড-১৯। এনিয়ে গভীর আশঙ্কার কথা শুনিয়েছেন নীতি আয়োগের সদস্য ভি কে পল।
ওমিক্রনের আতঙ্কের মধ্য়েই ব্রিটেনে দ্রুত ছড়াচ্ছে কোভিড-১৯। শুক্রবার ব্রিটেনে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৯৩,০৪৫ জন। অর্থাত্ এক লাখের কাছাকাছি। এনিয়ে গত তিন দিন ধরে আক্রান্তের সংখ্যাকে রোজই আগের দিনকে ছাপিয়ে যাচ্ছে বরিস জনসনের দেশ।
ব্রিটেনের ছবি ভাবাচ্ছে ভারতকেও। নীতি আয়োগের সদস্য ভিকে পল এনিয়ে বলেন, ভারতে ব্রিটেনের হারে কোভিড-১৯ যদি ছড়াতে শুরু করে তাহলে ভারতে রোজ করোনা আক্রান্ত হবেন ১৪ লাখ মানুষ। ভি কে পল আরও বলেন, ইয়োরোপে নতুন করে ছড়াচ্ছে কোভিড-১৯। এর সঙ্গে যোগ হয়েছে করোনার ডেল্টা ও ওমিক্রন প্রজাতি। এখন এসব রুখতে ভারতে প্রতিটি স্যাম্পলের জেনোম সিকোয়েন্স করা সম্ভব নয়। ফলে সাবধান থাকতে হবে, নজর রাখতে হবে।
শনিবার এক সাংবাদিক সম্মেলনে পল বলেন, ডেল্টা প্রজাতির থেকেও দ্রুত ছড়ায় ওমিক্রন। তবে তা কতটা প্রাণঘাতী তা বিশেষজ্ঞরা এখনই সঠিক কিছ বলতে পারছেন না। ওমিক্রন ঠেকাতে ভ্যাকসিন কতটা কার্যকরী তাও এখনও বলা যাচ্ছে না।
আরও পড়ুন- কীভাবে ফের মহানুভবতার পরিচয় দিলেন মাস্টার ব্লাস্টার?
দেশে ওমিক্রম ব্যাপক হারে না ছড়ালেও এনিয়ে এখন থেকেই সতর্ক হতে বলেছেন আইসিএমআর ডিরেক্টর বলরাম ভার্গব। তাঁর বক্তব্য, আনন্দ-উত্সবে যাওয়া কম করতে হবে, প্রয়োজন ছাড়া লম্বা সফরে যাওয়ার দরকার নেই। জমায়েত যথাসম্ভব এড়িয়ে চলতে হবে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল বলেন, গত ২০ দিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজারের নীচে রয়েছে। পজিটিবিটি রেট ০.৬৫ শতাংশ। দেশে যতজন করোনা আক্রান্ত তার মধ্যে কেরলের ৪০.৩১ শতাংশ।