নিজস্ব প্রতিবেদন : সরকার না পারলে দাদার খুনিদের আমরাই শাস্তি দেব। শনিবার কাশ্মীরের শহিদ জওয়ান ঔরঙ্গজেবের বাবার পর ফের হুমকি দিলেন তাঁর ভাই। দাদার মৃত্যুর প্রতিশোধের আগুনে ফুঁসছেন শোকসন্তপ্ত ভাই। আর তা থেকেই এবার সরকারকে হুঁশিয়ারি দিলেন ঔরঙ্গজেবের ভাই। শনিবার ছেলের হত্যাকারীদের খতম করতে কেন্দ্রীয় সরকারকে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন তাঁর পিতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন ঔরঙ্গজেবের ভাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর্জি জানান, সরকার যাতে তাঁর দাদার হত্যাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়। সেই সঙ্গে তিনি এও বলেন, যদি সরকার না পারে তাহলে তাঁরা নিজেরাই সেই কাজে নামবেন। দাদার হত্যাকারীদের কড়া শাস্তি দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।


ঔরঙ্গজেবের বাবার কথায়, ঔরঙ্গজেবের মৃত্যু শুধু পরিবার বা ব্যক্তিগতভাবে তাঁর ক্ষতি নয়, বরং সেনার লোকসান হল। ঔরঙ্গজেবের মৃত্যু নিয়ে যে রাজনীতি হচ্ছে, তারও সমালোচনা করেছেন প্রাক্তন এই সেনা জওয়ান।


আরও পড়ুন- মোদীকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিলেন ঔরঙ্গজেবের বাবা