নিজস্ব প্রতিবেদন: বালাকোটে বিমানহানা নিয়ে বিরোধীদের অভিযোগের কড়া জবাব দিলেন বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া। কোয়েম্বাতুরুতে সোমবার এক অনুষ্ঠানে ধানোয়া বলেন, বায়ুসেনা যদি জঙ্গলেই বোমা ফেলে আসে তাহলে ইমরান খান কেন এক চিত্কার করছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বালাকোট বিমানহানায় খতম ২৫০ জনেরও বেশি জইশ জঙ্গি: অমিত শাহ


উল্লেখ্য, বালাকোটে জইশ জঙ্গি শিবিরে বোমা বর্ষণে কত জনের মৃত্যু হয়েছে তা এখনও বলেনি সরকার বা বায়ুসেনা। ফলে এনিয়ে সরকার বিরোধী শিবির থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন তোলা হচ্ছে। বিশেষ করে কোনও কোনও ক্ষেত্রে বিমান হানার সত্যতা বা আদৌ জঙ্গি শিবির ধ্বংস করা হয়েছে কিনা তা নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে। কখনও বলার চেষ্টা হচ্ছে জঙ্গলে বোমা ফেলে এসেছে বায়ুসেনা। সেইসব প্রশ্নেরই জোরাল ভাষায় মোকাবিলা করলেন বায়ুসেনা প্রধান।



বি এস ধানোয়া এদিন বলেন, ‘কী ভাবে কোথায় বিমানহানা হয়েছে তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বিদেশ সচিব। আমরা যখন কোনও টার্গেটে আঘাত করার সিদ্ধান্ত নিই তখন সেখানে আঘাত করেই ছাড়ি। আমরা যদি জঙ্গলেই বোমা ফেলে আসি তাহলে উনি(ইমরান খান) অত চিত্কার করছেন কেন? আমরা আমাদের লক্ষ্যবস্তুতেই আঘাত করেছি। তা না হলে পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়া দেখাবে কেন?’


আরও পড়ুন-এয়ার স্ট্রাইক নিয়ে যারা প্রশ্ন তুলছে, তারা বিষধর সাপ, মন্তব্য রাজ্যপালের


বালাকোটে বিমান হানায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে শোরগোল শুরু হয়েছে। এর প্রধান কারণ বায়ুসেনা বা সরকার এনিয়ে স্পষ্ট করে এখনও পর্যন্ত কিছু বলেনি। এনিয়ে আজ বায়ুসেনা প্রধান বলেন, ‘ক্ষয়ক্ষতির হিসেব বায়ুসেনা করে না। এটা করে সরকার। আমরা দেখি লক্ষ্যবস্তুতে আঘাত করতে পেরেছি কিনা।‘



বায়ুসেনা পাইলট অভিনন্দন বর্তমান সম্পর্কে ধানোয়া বলেন, ‘উইং কমান্ডার অভিনন্দনের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তার যে ধরেনর চিকিত্সার প্রয়োজন হবে তা দেওয়া হবে। তিনি ফিট হলে তাঁকে আবার বিমান ওড়াতে দেওয়া হবে।’