দেশকে যারা নোংরা করে তাদের বন্দেমাতরম গাওয়ার অধিকার নিয়ে প্রশ্ন তুললেন মোদী
ওয়েব ডেস্ক: বন্দেমাতরম গাওয়া নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। বহুক্ষেত্রে বন্দেমাতরম গাওয়া বাধ্যতামূলক করারও দাবি উঠেছে। এনিয়ে বহু অশান্তিও হয়েছে বিভিন্ন সময়ে। এরকমই একটি ইস্যুতে বড়সড় প্রশ্ন তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোমবার স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫ বর্ষপূর্তি পালন অনুষ্ঠান বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানে তিনি প্রশ্ন তুলে দেন, আমরা যারা আমাদের দেশকে নোংরা করি তাদের কি বন্দেমাতরম বলার অধিকার রয়েছে?
মোদী এদিন বলেন, যখন আমি এই অনুষ্টানে এলাম তখন সবাই বন্দেমাতরম স্লোগান দিচ্ছিলেন। বিষয়টি আমাকে বেশ ধাক্কা দিল। আমার প্রশ্ন, আমাদের বন্দেমাতরম বলার অধিকার আছে কি? জানি এরকম একটা প্রশ্ন অনেককেই আঘাত করবে। কিন্তু নিজেকে প্রশ্ন করুন, আমরা পান খেয়ে দেশের দেশের মাটিকে নোংরা করি। তারপর বন্দেমাতরমও বলি। এটা কি উচিত?
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই স্বচ্ছতা নিয়ে জোরদার সওয়াল করে আসছেন মোদী। যারা স্বচ্ছতার লক্ষ্যে কাজ করছেন তাদের প্রসংশা করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন-সাঁইথিয়ায় নির্ভয়াকাণ্ডের ছায়া! যৌনাঙ্গে বোতল ঢুকিয়ে 'গণধর্ষণ' গৃহবধূকে