নিজস্ব প্রতিবেদন: লোকাল ট্রেন থেকে উদ্ধার করা হল ১২৮ বোতল বেআইনি মদ। এর মধ্যে রয়েছে ৮০টি ৩৭৫ মিলিলিটারের বোতল এবং ৪৮টি ১৮০ মিলিলিটারের মদের বোতল। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ রেলস্টেশনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আরপিএফ ও জিআরপির যৌথ তল্লাশিতে গাজিয়াবাদ স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে দু’টি বড় ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ওই ব্যাগ দু’টি থেকে মোট ১২৮ বোতল বেআইনি মদ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, এই দু’টি ব্যাগে করে ১২৮ বোতল বেআইনি মদ দিল্লি থেকে গাজিয়াবাদ হয়ে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল।



আরও পড়ুন: এটিএম থেকে একই দিনে দু’বার টাকা তুলতে অপেক্ষা করতে হবে অন্তত ৬ ঘণ্টা!


জানা গিয়েছে, আটক হওয়া বেআইনি মদের বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা। কে বা কারা এই মদ নিয়ে যাচ্ছিলেন, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিস।