জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: গুলাম নবী আজাদ কংগ্রেস ছাড়ার পর, তাঁর সমর্থনে দল ছাড়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। মঙ্গলবার গুলাম নবী আজাদের সমর্থনে দল থেকে পদত্যাগ করেছেন ৬৫ নেতা। এরপর বুধবারও দল ছাড়েন ৪২ নেতা। এই সব নেতারা বলছেন, তাঁরা গোলাম নবী আজাদের নবগঠিত দলে যোগ দেবেন। গুলাম নবী আজাদের সমর্থনে পদত্যাগ করেছেন দলের শতাধিক নেতা। এই নেতাদের মধ্যে প্রাক্তন ডেপুটি সিএমও তারা চন্দ রয়েছেন। সনিয়া গান্ধী কাছে একটি সম্মিলিত পদত্যাগ পত্র পাঠিয়েছেন নেতারা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, নীতিশের সঙ্গে জোট গড়তে আগ্রহী তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী! বৈঠক নিয়ে কটাক্ষ মোদী ব্রিগেডের


৭৩ বছরের আজাদ এককালে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রিত্ব সামলেছেন। কংগ্রেস সম্পূর্ণ ‘ধ্বংস’ হয়ে গেছে, এই অভিযোগ করে সম্প্রতি পাঁচ দশকের সম্পর্ক ছিন্ন করেছেন তিনি। দল ছাড়ার জন্য দায়ী করেছেন রাহুল গান্ধীর ব্যর্থতাকে। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এবং সোনিয়া গান্ধীর সময়ে দলের অভিজ্ঞ নেতারা যে গুরুত্ব এবং দায়িত্ব পেতেন, রাহুলের সময় তা বন্ধ হয়ে যায়। সেখান থেকেই দলের পতনের শুরু বলে মনে করছেন আজাদ।


প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তারা চন্দ বলেন, 'আমরা খুশি আজাদ নিজের দল গঠন করছেন। কংগ্রেস হাইকমান্ড একবারের জন্যও আমাদের সময় দেওয়ার প্রয়োজন বোধ করেনি। আমরা নিজেদের বক্তব্য জানাতে চেয়েছিলাম। আমাদের কথা শোনার কারও কোনও ইচ্ছা ছিল না। অন্যান্য দলের নেতারাও সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁরাও যোগ দেবেন।"


ইতিমধ্যেই গোলাম নবী আজাদ তার দল গঠনের তৎপরতা শুরু করে দিয়েছেন। ৪ সেপ্টেম্বর জম্মুতে একটি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে সদ্য কংগ্রেসত্যাগী এই বিদ্রোহী নেতার। ওই একই দিনে সমাবেশ রয়েছে রাহুল গান্ধীরও। যদিও সেই সমাবেশে প্রভাব কিছু পড়তে পারে। প্রসঙ্গত, পদত্যাগের পর আজাদ বলেছেন, এটা তো শুরু মাত্র। এটা বোঝানো হচ্ছে যে আগামী দিনে তাঁর তরফ থেকে কংগ্রেসের উপর আক্রমণ আরও বাড়তে চলেছে। মঙ্গলবার, ভূপিন্দর সিং হুডা এবং আনন্দ শর্মার মতো প্রবীণ কংগ্রেসকর্মীরা দিল্লিতে আজাদের সঙ্গে দেখা করেছেন।


আরও পড়ুন, ফের দুষ্কৃতী যোগ বিহার মন্ত্রিসভায়, সরানো হল অপহরণে অভিযুক্ত আইনমন্ত্রীকে


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)