নিজস্ব প্রতিবেদন: ১৯৪৭ সালে দেশভাগের পর প্রথমবার সেনা মহড়ায় অংশ নিতে চলেছে ভারত-পাকিস্তান। আগামী সেপ্টেম্বরে শান্তির লক্ষ্যে কেন একটি যৌথ মহড়ার আয়োজন করেছে SCO. সেখানে সাংহাই কো-অপারেশন অর্গানাইনেশনভুক্ত অন্য দেশগুলির সঙ্গে অংশ নেবে ভারত ও পাকিস্তানও।             


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বেজিংয়ে সাংহাই কো-অপারেশন অর্গানাইনেশনের বা এসসিও পঞ্চদশ বৈঠকে Peace Mission 2018-এ যোগদানের কথা ঘোষণা করেছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। তবে সরাসরি পাকিস্তানের নাম করেননি তিনি। নির্মলা সীতারমনের কথায়, ''এসসিও-র অধিকাংশ দেশগুলির সঙ্গে দারুণ সম্পর্ক ভারতের। প্রতিরক্ষাক্ষেত্রে বন্ধু দেশগুলির সঙ্গে সম্পর্ক মজবুত করতে চাই আমরা।''   


আরও পড়ুন- চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে তরুণীর সম্মান বাঁচালেন আরপিএফ জওয়ান


সেনা মহড়ায় এই প্রথমবার অংশ নিতে চলেছে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলি। গতবছরই এসসিও-তে পূর্ণ সময়ের সদস্য হয়েছে পাকিস্তান ও ভারত। এই সেনা মহড়ায় অংশ নেবে চিন ও রাশিয়া।  সেনা মহড়ায় যোগ দেওয়ার কথা ঘোষণা করেছে পাকিস্তানও। 


আরও পড়ুন- প্রাণঘাতী মোবাইল ফোন! দুর্ঘটনা মিলিয়ে দিল মুর্শিদাবাদ ও কুশীনগরকে


স্বাধীনতার পর থেকে সীমান্তে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে ভারত ও পাকিস্তানের সেনা। তবে রাষ্ট্রসঙ্ঘের শান্তি মিশনে একসঙ্গে কাজ করেছে দুই দেশের সেনাবাহিনী।


আরও পড়ুন- কুশীনগর দুর্ঘটনায় নিহত শিশুদের পরিবারের হা-হুতাশকে 'নাটক' বললেন যোগী আদিত্যনাথ