কুশীনগর দুর্ঘটনায় নিহত শিশুদের পরিবারের হা-হুতাশকে 'নাটক' বললেন যোগী আদিত্যনাথ
বিক্ষোভের মুখে মেজাজ হারালেন যোগী আদিত্যনাথ।
নিজস্ব প্রতিবেদন: স্কুলভ্যান দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন যোগী আদিত্যনাথ। সন্তান হারানো পরিবারগুলির বিক্ষোভকে 'নাটক' বলে কটাক্ষ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
গোরক্ষপুর থেকে ৫০ কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের কুশীনগরে সকালেই ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা। রক্ষীহীন লেভেল ক্রসিং পেরোতে গিয়ে লোকাল ট্রেন ও স্কুলভ্যানের সংঘর্ষে মৃত্যু হয়েছে ১৩টি শিশুর। কয়েক ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানেই জনতার হা-হুতাশের মুখে পড়ে মেজাজ হারান যোগী আদিত্যনাথ। বলেন, ''এটা দুঃখজনক ঘটনা। স্লোগান বন্ধ করুন। এখনও বলছি, নাটক বন্ধ করুন আপনারা।'' শোকসন্তপ্ত পরিবারের প্রতি মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। ভাইরাল হয়েছে ওই ভিডিও।
আরও পড়ুন- প্রাণঘাতী মোবাইল ফোন! দুর্ঘটনা মিলিয়ে দিল মুর্শিদাবাদ ও কুশীনগরকে
Shocking: UP CM Yogi Adityanath loses his cool in Kushinagar, instructs protesting crowd not to do "NAUTANKI". "Nautanki band karein aaplog". Dear Mahant ji, they have lost their kids, the least they van expect from you is sympathy, if not a promise to better things in ur state. pic.twitter.com/WKiR5Djvq2
— Prashant Kumar (@scribe_prashant) April 26, 2018
এদিন মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। দিয়েছেন তদন্তের আশ্বাস। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।