`প্রতিশ্রুতি মেনে নিয়ন্ত্রণ রেখা থেকে সরছে দুই দেশ, তবে বেনিয়মে জমি ছাড়া হবে না`
প্রতিশ্রুতিমাফিক দুই তরফা পিছিয়ে যাওয়াকে যেন ভুল ব্যাখ্যা করা না হয়, সে বিষয়েও সতর্ক করে দেন তিনি।
নিজস্ব প্রতিবেদন : যতই হম্বিতম্বি করুক চিন। এক ইঞ্চিও জমি ছাড়ছে না ভারত। বৃহস্পতিবার সাফ জানিয়ে দিল ভারতীয় বিদেশমন্ত্রক। প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে চিনের অবস্থান ও দখলদারির প্রসঙ্গেও বিদেশমন্ত্রক জানাল যে নিজেদের অধীনস্থ এলাকা থেকে এক পাও পিছোতে নারাজ ভারতীয় সেনা।
"এই মুহূর্তে পশ্চিমাংশে ডিসএনগেজমেন্টের প্রক্রিয়া চলছে। এর আগে সংঘর্ষ পরিস্থিতি ও ক্লোজ-আপ ডিপ্লয়মেন্ট মাথায় রেখেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পুরো প্রক্রিয়াটি চলছে। বাহিনীর অভিজ্ঞ কম্যান্ডারারা ধাপে ধাপে পদক্ষেপ নিচ্ছেন এ বিষয়ে," বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এদিন জানালেন।
দুই দিক থেকেই দুই দেশ নিজেদের পূর্ববর্তী অবস্থানে ফিরে যাওয়ার প্রতিশ্রুতিবদ্ধ। এটা একটি চলমান প্রক্রিয়া বলে জানালেন শ্রীবাস্তব।
তবে, প্রতিশ্রুতিমাফিক দুই তরফা পিছিয়ে যাওয়াকে যেন ভুল ব্যাখ্যা করা না হয়, সে বিষয়েও সতর্ক করে দেন তিনি। অনুরাগ বলেন, "নিয়ন্ত্রণ রেখায় নিয়মমাফিক অবস্থানে ফিরছে বাহিনী। তবে তার মানে এই নয় যে জমি ছেড়ে দেওয়া হচ্ছে। উল্টো দিক থেকে পরিস্থিতিতে সামান্য বদল হলেও তা মেনে নেওয়া হবে না।"
আরও পড়ুন : পাল্টালো না পাকিস্তান! কূলভূষণের সাক্ষাতে ভারতের সঙ্গে কথার খেলাপ ইমরানের