নিজস্ব প্রতিবেদন: রাষ্ট্রসঙ্ঘের জাতীয় নিরাপত্তা পরিষদে ফের চিনের  কাশ্মীর প্রসঙ্গ তোলার চেষ্টাকে ধোপে টিকতে দিল না ভারত। চিনের পদক্ষেপকে "অযৌক্তিক প্রচেষ্টা" উল্লেখ করে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে চিনকে নাক না গলানোর কথা শোনাল দেশের বিদেশ মন্ত্রক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে  জানানো হয়েছে, এটাই প্রথম নয় যে চিন ভারতের অভ্যন্তরীণ বিষয় খাড়া করার চেষ্টা করেছে। গত বারের মতো এবারেও আন্তর্জাতিক সম্প্রদায়ের সামান্য সমর্থন লাভ করেছে তারা।  বিদেশ মন্ত্রক তরফে এ-ও বলা হয়েছে, "আমরা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে চিনের হস্তক্ষেপ দৃঢ়ভাবে প্রত্যাখান করছি এবং এই ধরনের অযৌক্তিক প্রচেষ্টা থেকে যথাযথ উপসংহার টানার আহ্বান জানাচ্ছি।"


আরও পড়ুন: ভূমি পুজোর পরই মুসলিম নেতার হুমকি, ''রাম মন্দির ভেঙে মসজিদ হবে''


ঠিক এক বছর আগে ৫ অগস্ট ভারত সরকার ৩৭০ ধারা বিলোপ করে জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেছে। ভারত ও চিনের লাদাখ সীমান্তের বিবাদের রেশ এখনও কাটেনি তার মধ্যেই ফের কাশ্মীরকে আন্তর্জাতিক জায়গায় নিয়ে যেতে চাইলো চিন। যদিও এর আগেও চিনের তোলা এই বিষয় বারবার রাষ্ট্রসংঘে অন্যান্য সদস্যদের প্রত্যাখানের বিষয় হয়েছে। এদিকে নেপালের পথে হেঁটে হঠাৎ করেই জম্মু কাশ্মীর, লাদাখ ও গুজরাটের জুনাগরকে নিজদের ম্যাপে অন্তর্ভুক্ত করেছে ইমরান সরকার। যার নেই কোনও আন্তর্জাতিক অনুমোদন। ভারতে জানিয়েছে, এই ঘটনা হাস্যকর। তবে বিশেষজ্ঞরা মনে করছেন এটা ইমরানের চাল। পাকিস্তানের এই স্পর্ধার নেপথ্যে কি আসলে চিন? এ প্রশ্নও তুলছেন অনেকে।