নিজস্ব প্রতিবেদন: ব্রহ্মপুত্র নদের ওপর একটি জলবিদ্যুত্ প্রকল্প তৈরি করছে চিন। এনিয়ে ফের সরব হল ভারত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার ভারতের তরফে সতর্ক করা হয়, ব্রহ্মপুত্র নদের ওপরে যে জলবিদ্যত্ প্রকল্প তৈরির পরিকল্পনা চিন করেছে তার ওপরে কড়া নজর রাখছে ভারত। আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব সংবাদমাধ্যমে বলেন, চিনের ওই পরিকল্পনার ওপরে কড়া নজর রেখে চলেছে ভারত।


আরও পড়ুন-টি বোর্ডের ৫০ কোটি তছরুপের হিসেব দিতে হবে : সৌমিত্র, পাল্টা 'বিস্ফোরক' দাবি সৌরভের



উল্লেখ্য, চিনের ওপর দিয়ে ব্রহ্মপুত্রের যে অংশ গিয়েছে তার নাম সাংপো। তিব্বত থেকে এটির উত্পত্তি হয়ে অরুণাচল ও অসমের মধ্যে দিয়ে গিয়েছে এই নদ। ফলে চিনের অংশে যদি জলবিদ্যুত্ প্রকল্পের জন্য যদি কোনও বাঁধ নির্মাণ করা হয় তাহলে সমস্যা হতে পারে ভারতের। এনিয়ে বহুদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে ভারত। এমনকি চিনকে চাপে রাখতে ব্রহ্মপুত্র নদের ওপরে ১০ গিগাওয়াটের একটি জলবিদ্যুত্ প্রকল্প বানানোর কথা ভাবছে ভারত।


আরও পড়ুন-মাঝেরহাট সেতুর উদ্বোধনে সেতুর বিলম্ব নিয়ে নাম না করে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর


অনুরাগ শ্রীবাস্তব আজ আরও বলেন, তিব্বতে বাঁধ তৈরির পরিকল্পনা নিয়ে চিনের কাছে ইতিমধ্যেই আপত্তি জানিয়েছে ভারত। কারণ এর ফলে নিচের দিকে যারা থাকবে তাদের সমস্যা হতে পারে।


এনিয়ে চিনের বিদেশ মন্ত্রক থেকে অবশ্য সাফাই দেওয়া হচ্ছে, ওই বাঁধ নিয়ে ভারতের উদ্বেগের কোনও কারণ নেই। ভারত ও বাংলাদেশে এতে যাতে কোনও সমস্যা না হয় তা দেখছে চিন।