নিজস্ব প্রতিবেদন: দেশে ৫জি(5G)টেলিকম পরিষেবা এখনও শুরু হয়নি। তার মধ্যেই দেশে ৬জি(6G)পরিষেবা চালু করার কথা শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পরিষেবা শুরুর একটা সময়সীমার কথাও উল্লেখ করলেন প্রধানমন্ত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার ট্রাই-এক অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, এই দশকের শেষদিকে দেশে ৬জি পরিষেবা চালু করার লক্ষ্য রয়েছে সরকারের। কারণ একুশ শতকে যোগাযোগ ব্যবস্থাই বিপ্লব আনবে। তাই তার জন্য পরিকাঠামো তৈরির প্রয়োজন। ৬জি পরিষেবা চালুর জন্য একটি টাস্কফোর্স কাজ শুরু করেছে।


দেশে ৫জি পরিষেবা চালু করার চেষ্টা চালু করছে কেন্দ্র। তবে তার আগেই প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে অবাক বিভিন্ন মহল।  প্রধানমন্ত্রী বলেন দেশে ৫জি পরিষেবা চালু হলে দেশের অর্থনীতিতে ৪৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ হবে। টেলিকম ক্ষেত্রে এরকম এক পরিষেবা চালু হলে শুধুমাত্র ইন্টারনেটের গতিই বাড়বে না বরং উন্নয়নেও গতি আসবে। কর্মসংস্থান হবে। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও পরিকাঠামোর মতো ক্ষেত্রে উন্নতি হবে।


আরও পড়ুন-Purulia Hospital Notice: সকালে ৩ ঘণ্টা; বিকেলে ২ ঘণ্টা বন্ধ থাকবে ফ্যান, আজব নোটিসে তুলকালাম হাসপাতাল


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)