Purulia Hospital Notice: সকালে ৩ ঘণ্টা; বিকেলে ২ ঘণ্টা বন্ধ থাকবে ফ্যান, আজব নোটিসে তুলকালাম হাসপাতাল
এখনওপর্যন্ত জানা যায়নি কার মাথা থেকে বেরিয়েছিল ওই রকম নোটিসের ভাবনা
নিজস্ব প্রতিবেদন: এমন নোটিস দেখলে চমকে যাবেন যে কেউ। তাও আবার হাসপাতালে রোগীদের ওয়ার্ডে। পুরুলিয়ার বাঘমুন্ডি হাসপাতালে এমনই এক নোটিস ঘিরে তৈরি হল চরম উত্তেজনা।
কী লেখা হয়েছে হাসপাতালের ওই নোটিসে? বাঘমুন্ডি হাসপাতালের ওই নোটিসে লেখা হয়েছে, হাসপাতালে রোগীদের ওয়ার্ডে সকাল ৫টা থেকে ৮টা ও সন্ধেয় ৬টা থেকে ৮টা পর্যন্ত ফ্যান বন্ধ থাকবে। ওই আজব নোটিসে সই করেছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ও ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক।
কেন নোটিস? হাসপাতালের যুক্তি, ২৪ ঘণ্টা ফ্যান চললে তা খারাপ হয়ে যাবে। তাহলে পুরুলিয়ার প্রবল গরমে রোগীরা যায় কোথায়! তাদের প্রাণ তো ওষ্ঠাগত। তার কোনও উত্তর নেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে।
এদিকে বিডিও-বিএমওএইচের সাক্ষর করা ওই নোটিস চোখে পড়তেই ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। শেষমেষ কোনওক্রমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন বিএমওএইচ। তিনি বলেন, ওটা ভুলই হয়েছে। এক্ষুনি নোটিস প্রত্যাহার করে নেওয়া হবে। পাশাপাশি এলাকার বিধায়ক সুশান্ত মাহাতোর প্রতিশ্রুতি, ওই নোটিস প্রত্যাহার করে নেওয়া হবে। তবে এখনওপর্যন্ত জানা যায়নি কার মাথা থেকে বেরিয়েছিল ওই রকম নোটিসের ভাবনা।
আরও পড়ুন-'যদি ১০০ দিনের টাকা না পায়, তাহলে খাবে কী'?, ফের কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর