ওয়েব ডেস্ক : ভারতীয় রেলে আগামী এক বছকে কয়েক লাখ চাকরির সুযোগ তৈরি হতে চলেছে। খুব অল্পদিনর মধ্যেই এই কর্মসংস্থান হতে চলেছে বলে দাবি রেলমন্ত্রী পীযূষ গোয়েলের। সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে একধিক ট্রেন দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে ভারতীয় রেলের কাজ নিয়ে। সেই সঙ্গে যাত্রী সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠেছে বার বার। এই পরিস্থিতিতে দিন কয়েক আগেই প্রাক্তন রেলমন্ত্রী সুরেশ প্রভু নিজের পদ থেকে পদত্যাগ করেছেন। তারপরই, মন্ত্রীসভায় রদবদলের পর রেলমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পীযূষ গোয়েল। দায়িত্ব নেওয়ার পর থেকেই নতুন নতুন পরিকল্পনা ভারতীয় রেলে অন্তভূর্তির চেষ্টা করে চলেছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে বৈঠক মোদী, শাহ ও জেটলির, শীঘ্রই বড় ঘোষণা


বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে পীযূষ গোয়েল বলেন, যাত্রী সুরক্ষায় জোর দিতে বড় পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। প্রথম ধাপে উন্নতমানের রেললাইন পাতার জন্য একটি আন্তর্জাতিক টেন্ডার ডাকা হবে। তার মাধ্যমে উন্নতমানের রেললাইন পাতার পাশাপাশি, যাত্রী সুরক্ষাতেও জোর দেওয়া হবে। মূলত এই কাজের জন্যই প্রথম ধাপে এক থেকে দেড় লাখ মানুষের চাকরির সুযোগ হতে পারে বলে দাবি রেলমন্ত্রীর।