দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে বৈঠক মোদী, শাহ ও জেটলির, শীঘ্রই বড় ঘোষণা

Updated By: Oct 5, 2017, 07:31 PM IST
দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে বৈঠক মোদী, শাহ ও জেটলির, শীঘ্রই বড় ঘোষণা

ওয়েব ডেস্ক: সঙ্কটে দেশের অর্থনীতি। বুধবার ত্রৈমাসিক ঋণনীতি ঘোষণায় প্রস্তাবিত আর্থিক বৃদ্ধির হার কমিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। মূল্যবৃদ্ধিও চোখ রাঙাচ্ছে। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে দেশের অর্থনীতি নিয়ে চিন্তায় কেন্দ্রের শাসক দল। সূত্রের খবর, নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। ছিলেন অন্যান্য শীর্ষ নেতারাও। 

সূত্রের খবর, অর্থনীতিকে টেনে তুলতে শীঘ্রই বড় পদক্ষেপ করতে পারে কেন্দ্রীয় সরকার। ঘোষণা করা হতে পারে একাধিক আর্থিক ছাড়। সরকার উপ‌যুক্ত পদক্ষেপ করছে। আবার বৃদ্ধি লাইনে ফিরবে। বুধবারই আশ্বস্ত করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  

কেরলে বিজেপির কর্মসূচি ছেড়ে বৈঠকে ‌যোগ দিতে দিল্লি ফিরে এসেছেন অমিত শাহ। দল ও সরকারের মধ্যে সমন্বয় রাখতেই অমিতকে রাখা হয়েছিল বৈঠকে। 

আরও পড়ুন, হতাশা না ছড়ালে কিছু লোকের রাতে ঘুম আসে না, বিরোধীদের খোঁচা মোদীর

.