নিজস্ব প্রতিবেদন: লাদাখে উত্তেজনার কথা মাথায় রেখে ভারত-চিন ও ভারত-পাকিস্তান সীমান্তে পিনাক মিসাইল সিস্টেম মোতায়েন করছে ভারত। লঞ্চপ্যাড-সহ এর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি তিন ভারতীয় কোম্পানির কাছে থেকে কিনছে প্রতিরক্ষা মন্ত্রক। এর জন্য চুক্তি হয়েছে ২,৫৮০ কোটি টাকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-গান স্যালুটে শেষ বিদায় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে  


১৯৮০ সালে এই পিনাক মিসাইল তৈরির কাজে হাত দেয় ডিআরডিও। উদ্দেশ্য ছিল রাশিয়ার গ্রাড মিসাইলের বিকল্প তৈরি করা। ১৯৯০  সালের শেষদিকে এটি তৈরি করে ফেলে ডিআরডিও। ১৯৯৯ সালে এটি ব্যবহার করা হয় কারগিল লড়াইয়ে। পরে এটির আরও উন্নত সংস্করণ তৈরি হয়ে যায়।


কী সুবিধে রয়েছে পিনাক-এ


প্রাথমিকভাবে পিনাক হল একটি মাল্টি ব্যারেল রকেট লঞ্চার সিস্টেম। মাত্র ৪৪ সেকেন্ডের মধ্যে এটি ১২টি রকেট ফায়ার করতে পারে। একটি পিনাক ব্যাটারি-তে থাকে ৬টি লঞ্চ ভেহিকেলস। ওই ভেহিকেলসে থাকে একটি লোডার, রেডার, কমান্ড পোস্ট ও একটি নেটওয়ার্ক সিস্টেম। পিনাকের একটি ব্যাটারি এক বর্গ কিলোমিটার এলাকা প্রহরা দিতে পারে খুব সহজেই।


আরও পড়ুন-অজানা প্রণব: পয়সার গাছ পুঁতে ছিলেন প্রণব, নিয়ম করে জলও দিতেন


পিনাকের যে Mark-1 সংস্করণটি রয়েছে সেটির পাল্লা ৪০ কিলোমিটার। Mark-2 এর পাল্লা ৭৫ কিলোমিটার পর্যন্ত।  Mark-2 তে থাকে গাইডেড মিসাইল সিস্টেম। ফলে লাদাখের মতো উত্তেজক এলাকায় ভালো কাজ দিতে পারে পিনাক।