নিজস্ব প্রতিবেদন: মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিল ভারত। ২৯টি মার্কিন পণ্যের ওপরে অতিরিক্ত শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিল নয়াদিল্লি। এই ব্যবস্থা লাগু হচ্ছে আগামী ১৬ জুন থেকে। খুব শীঘ্রই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করবে অর্থ মন্ত্রক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-দলের হয়ে কাজ করলে বখাটেদের চাকরি দেবেন মমতা


উল্লেখ্য, গত বছর মার্চ মাসে ভারত থেকে আমদানীকৃত ইস্পাতের ওপরে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপায় ট্রাম্প প্রশাসন। পাশাপাশি অ্যালুমিনিয়াম দ্রব্যের ওপরে বসানো হয় অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক। ওই দুটি পণ্যের প্রধান রপ্তানিকারক দেশ ভারত। ফলে এতে প্রবল লোকসানের মুখে পড়তে হয় ভারতকে। এনিয়ে দরকষাকারির চেষ্টা করেও ব্যর্থ হয় নয়াদিল্লি।



মার্কিন যুক্তরাষ্ট্রের ওই পদক্ষেপের পাল্টা ব্যবস্থা নিল ভারত। গত বছর ১৮ জুন পাল্টা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিষয়টি জানিয়েও দেওয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্রকে। এই সিদ্ধান্তের ফলে ভারতের ঘরে আসবে অতিরিক্ত ২১৭ কোটি মার্কিন ডলার।


আরও পড়ুন-মৃত্যু আমার সামনে ছুটে বেড়ায়, মৃত্যুকে আমি ভয় পাই না, মৃত্যু আমাকে ভয় পায়: মমতা


সম্প্রতি বাণিজ্যের ক্ষেত্রে ভারতকে বিশেষ সুবিধা দেওয়া থেকে বাদ দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এই ব্যবস্থা চালু হয়েছে ৫ জুন থেকে। এর পরই পাল্টা শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিল ভারত।