নিজস্ব প্রতিবেদন: রাফালের থেকেও উন্নত ফাইটার জেট বানাবে ভারত। তিন বছর ধরে পড়ে থাকা সেই কাজ শুরু করে দিয়েছে কেন্দ্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-করোনা রুখতে যোগচর্চার পরামর্শ কেন্দ্রের! মৃদু উপসর্গযুক্তদের জন্যেও নয়া নির্দেশিকা


ফ্রান্স থেকে যেসব রাফাল জেট এসেছে তা ৪.৫ জেনারেশনের। ভারত বানাবে ফিফথ জেনারেশনের 
অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ফ্রান্স ইতিমধ্যেই ওই ধরনের জেট তৈরি করে ফেলেছে। ভারত সেই জায়গায় পৌঁছে যাবে ২০২৯ সাল নাগাদ।


ফিফথ জেনারেশনের ওই যুদ্ধ জাহাজ তৈরির জন্য রাশিয়ার সাহায্য নেওয়ার কথা ছিল ভারতের। ২০১৬ সালে ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফাল কেনার চুক্তির পরই রাশিয়ার সহযোগিতায় ওই ফিফথ জেনারেশেনর যুদ্ধ জাহাজ তৈরির সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এর জন্য রাশিয়ার শুখোই-৫৭ বিমানেই ৪৩টি বদল করে তা তৈরি করার কথা। কিন্তু ২০১৭ সালে সিদ্ধান্ত হয় ভারত নিজেই বানাবে ওই বিমান।


আরও পড়ুন-গতিবিধি নজর রাখছিল CID, TMC নেতাদের সঙ্গে অভিযুক্তের ছবি, বিস্ফোরক অর্জুন


ওই যুদ্ধ বিমানের ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। সেটি করেছে এরোনটিক্যাল ডেভলপমেন্ট এজেন্সি ও এয়ারক্রাফট রিসার্চ অ্যান্ড ডিজাইন সেন্টার। বিমানটি তৈরি করবে হিন্দুস্থান এরোনটিক্স লিমিটেড।