নিজস্ব প্রতিবেদন: বিস্ফোরক অর্জুন সিং। মণীশ শুক্লা হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের দাবি করলেন বিজেপি সাংসদ। তাঁর অভিযোগ,পুরোটাই দুই পুরপ্রশাসকের মাস্টার প্ল্যান।
2/5
ছেলের হত্যাকাণ্ডে ৯ জনের নামে এফআইআর করেছেন মণীশের বাবা। তাঁরা হলেন- টিটাগড় পুরসভার প্রশাসক প্রশান্ত চৌধুরী, বারাকপুর পুরসভার প্রশাসক উত্তম দাস, খুররম খান,রাজেন্দ্র যাদব, রুনু পাল, বাঁটুল, আরমান মণ্ডল, ভোলা প্রসাদ ও নাজির খান।
photos
TRENDING NOW
3/5
এদিন অর্জুন সিং সাংবাদিক বৈঠকে বলেন, ''২ জন তৃণমূল নেতা গ্রেফতার হয়েছে। সিআইডি এই কেস ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। পুরোপুরি মাঠে নেমে পরেছে মুখ্যমন্ত্রীর হাতের পুতুল সিআইডি। এটা একট জয়েন্ট অপারেশন হয়েছে।''
4/5
ছবি সৌজন্যে- বিজেপি (সত্যতা যাচাই করেনি Zee 24 Ghanta Digital)
ছবি প্রকাশ করে অর্জুন সিং বলেন,''ধৃতের সঙ্গে ববি হাকিম, মদন মিত্র, ব্রাত্য বসু, দীনেশ ত্রিবেদীর সঙ্গে ছবি রয়েছে। এটা তৃণমূল ও পুলিসের যৌথ অপারেশন।''
5/5
অর্জুনের অভিযোগ, ভবানীভবনে বসে গোটা অপারেশন পরিচালনা করেছেন সিআইডি-র কয়েকজন অফিসার। বিজেপি সাংসদ বলেন, ''সিআইডি অফিসাররা আমাদের গতিবিধির উপরে নজর রাখছিলেন। ৫-৬ অফিসারের মোবাইল নম্বরও পাওয়া গিয়েছে। আমরা তা সিবিআইয়ের হাতে তুলে দেব। দুই চেয়ারম্যান টাকা দিয়ে শুটার ভাড়া করেছিলেন।''