নিজস্ব প্রতিবেদন: দেশের বিভিন্ন জায়গায় আটকে থাকা মানুষজনকে ঘরে ফেরাতে ট্রেন চালানোর পাশাপাশি বিদেশে আটকে থাকা ভারতীয়দেরও ফেরাচ্ছে কেন্দ্র। বন্দে ভারত মিশনের দ্বিতীয় পর্যায়ে দুনিয়ার ৪৭টি দেশে মোট ১৬২ বিমান চালাবে কেন্দ্র। এমনটাই জানিয়েছে বিদেশ মন্ত্রক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-১ জুন থেকে চলবে ২০০ স্পেশাল ট্রেন, আজ বিকেল ৪টে পর্যন্ত বুকিং হল ২.৩৭ লাখ টিকিট


বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বৃহস্পতিবার বলেন, বন্দে ভারত মিশনের দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে ১৬ মে থেকে। ১৩ জুন পর্যন্ত এটি চলবে। দুনিয়ার ৪৭ দেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে মোট ১৬২টি বিমান চালানো হবে। এই দফায় বিমান যাবে ইস্তানবুল, হো চি মিন সিটি, লাগসেও। পরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইয়োরোপ থেকেও ভারতীয়দের আনা হবে। আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, পেরু ও মঙ্গোলিয়ার মতো দেশ থেকেও ভারতীয়দের ফেরানো হচ্ছে।


আরও পড়ুন-আমফানে মৃত্যু ৭২ জনের, মৃতদের পরিবারকে ২.৫ লক্ষ ক্ষতিপূরণ ঘোষণা মমতার


শ্রীবাস্তব আরও বলেন, বৃহস্পতিবার সকালেই বুয়েনার্স এয়ার্স থেকে একটি বিমান এসেছে রাত ২.৩৫ টায়। গত ১৭ মে ইরান থেকে লাদাখে ফিরেছেন ৩০০ জন। জিবুতি ও হংকং থেকেও ভারতীয়রা ফিরেছেন।


উল্লেখ্য, বন্দে ভারত মিশনে এখনও পর্যন্ত ২৩,৪৭৫ ভারতীয় দেশে ফিরেছেন। এর মধ্যে রয়েছেন ৪,৮৮৩ শ্রমিক, ৪,১৯৬ পড়ুয়া, ৩০৮৭ চাকুরিজীবী।