নিজস্ব প্রতিবেদন: বালাকোটে বিমানহানা, বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানকে ফেরত দেওয়ার পরও ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কমছে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুক্রবার দিল্লিতে পাকিস্তান হাই কমিশনে অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তান ন্যাশনাল ডে-র অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে ভারতকে আমন্ত্রণ জানায় পাকিস্তান। কিন্তু অনুষ্ঠানে কোনও প্রতিনিধি পাঠাবে না ভারত।


আরও পড়ুন-তৃণমূলের ছাঁটাই নেতা বিজেপি প্রার্থী! প্রতিবাদে দলীয় অফিসে ভাঙচুর,গণ-ইস্তফার হুঁশিয়ারি


কেন পাক হাই কমিশনের অনুষ্ঠানে যোগ দিচ্ছে না ভারত? চিরকালীন অভ্যেস মতো পাকিস্তান ওইদিন আমন্ত্রণ জানিয়েছে কাশ্মীরের হুরিয়ত নেতাদের। তাতেই ক্ষুব্ধ ভারত। এর আগেও কাশ্মীর নিয়ে ভারত-পাক আলোচনার মধ্যে হুরিয়ত নেতাদের ডেকে বৈঠক ভেস্তে দিয়েছে পাকিস্তান। এবারও প্রায় সেরকমই ঘটনা ঘটল।



আরও পড়ুন-বিজেপির প্রথম প্রার্থী তালিকায় থাকা ৩৫ জনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা


প্রতি বছর ২৩ মার্চ পাকিস্তান ন্যাশনাল ডে পালন করে পাক হাই কমিশন। ১৯৪০ সালের এই দিনেই মুসলিম লিগ পাকিস্তান গঠনের প্রস্তাব পাস করে। ১৯৫৬ সালের ২৩ মার্চ পাকিস্তান তার সংবিধান কার্যকর করে। গত কয়েক বছর এই দিনে ভারত পাক হাই কমিশনে প্রতিনিধি পাঠিয়েছে। এবার আর তা হচ্ছে না।