তৃণমূলের ছাঁটাই নেতা বিজেপি প্রার্থী! প্রতিবাদে দলীয় অফিসে ভাঙচুর,গণ-ইস্তফার হুঁশিয়ারি

Mar 21, 2019, 23:40 PM IST
1/5

প্রার্থী তালিকা প্রকাশ হতেই কোচবিহারে  বিজেপির কোন্দল চলে এল প্রকাশ্যে। একযোগে পদত্যাগ করার হুঁশিয়ারি দিলেন জেলার বহু বিজেপির নেতাই।  

2/5

কোচবিহারে নিশীথ প্রামাণিককে প্রার্থী করেছে বিজেপি। কিন্তু তৃণমূলের বহিষ্কৃত নেতাকে প্রার্থী হিসেবে মানতে নারাজ জেলা নেতৃত্ব।জেলা সভাপতির গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান নেতা-কর্মীরা। 

3/5

রাজ্য ও কেন্দ্রীয় নেতাদের নিজেদের মনোভাব ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন জেলার নেতারা। তাঁরা স্পষ্ট জানিয়েছেন, কোনওমতে তৃণমূলের বহিষ্কৃত নেতাকে প্রার্থী হিসেবে মেনে নেবেন না।      

4/5

গোটা ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, এমনটা হতেই পারে। 

5/5

এদিকে রাজ্য সভাপতির কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজকমল পাঠক। হুগলিতে লড়াই করতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেখানে প্রার্থী করা হয়েছে লকেটকে। জি ২৪ ঘণ্টা ডিজিটালকে ফোনে রাজকমলবাবু বলেছেন, যেভাবে প্রার্থী বাছাই হয়েছে তাতে প্রতিবাদ হওয়া দরকার। তাই পদত্যাগ করলাম।