আমেরিকা India শাসন করেছে ২০০ বছর, ফের বেফাঁস মুখ্যমন্ত্রী তিরথ
সম্প্রতি মেয়েদের ফাটা জিনস পরার বিরুদ্ধে সরব হয়েছিলেন তিরথ সিং রাওয়াত
নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি মেয়েদের ফাটা জিনস পরা নিয়ে মন্তব্য করে দেশজুড়ে তোলপাড় করেছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত। এবার এক আজব মন্তব্য করে বসলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-চাকরিতে ৩৩% সংরক্ষণ, নিখরচায় পড়াশুনো, বাসে ফ্রি, ১৮ বছরে ২ লক্ষ,মহিলা মন জয়ে BJP
করোনাভাইরাস(Coronavirus) মোকাবিলা নিয়ে বলতে গিয়ে তিরথ সিং(Tirath singh Rawat) বলেন, 'অন্যান্য অনেক দেশের সঙ্গে তুলনা করলে করোনা মোকাবিলায় অনেক ভালো কাজ করছে ভারত। যে আমেরিকা(USA) ভারতকে ২০০ বছর শাসন করেছিল, এমনকি গোটা দুনিয়াকে দাবিয়ে রেখেছিল তারাই এখন ধুঁকছে। আমেরিকা স্বাস্থ্য পরিকাঠামোয় বিশ্বে এক নম্বর। তার পরেও সেই দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ৫০ লাখ মানুষ। এখন তারা ফের লকডাউনের পথে এগোচ্ছে।'
করোনা নিয়ন্ত্রণে মোদীর(Narendra Modi) উদ্যোগের প্রশংসা করে তিরথ সিং রাওয়াত বলেন, 'এই করোনা কালে মোদীর পরিবর্তে অন্য কেউ দেশের প্রধানমন্ত্রী থাকলে কী হতো কে জানে? আমরা হয়তো খুব খারাপ অবস্থায় চলে যেতাম। কিন্তু উনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। এখন করোনা নিয়ন্ত্রণে উনি যা বলছেন তা যদি আমরা মেনে না চলি তাহলে বিপদ।'
আরও পড়ুন-BJP Manifesto: অন্নপূর্ণা ক্যান্টিনে ৫ টাকায় খাবার, রেশনে সস্তায় ডাল-নুন-চিনি
সম্প্রতি মেয়েদের ফাটা জিনস পরার বিরুদ্ধে সরব হয়েছিলেন তিরথ সিং রাওয়াত। এনজিওতে কর্মরত মহিলাদের ওই ধরনের জিনস পরা নিয়ে তিরথ মন্তব্য করেন,' এই ধরনের মেয়েরা সমাজে ঘোরেন, মানুষের সমস্যার সমাধান করেন। এরা সমাজে কী ধরনের বার্তা দিচ্ছেন? ঘরে বাচ্চারা বড়দের কাছ থেকে শেখে। আমরা যা করব সেটাই আমাদের বাচ্চারা শিখবে। ঠিকঠাক সংস্কৃতিতে বেড়ে উঠলে আমাদের কখনও ব্যর্থ হতে হবে না।'