ওয়েব ডেস্ক : নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনার কড়া জবাব। ধূলিসাত্‍ একের পর এক পাক সেনা চৌকি। গতকাল, ভারতীয় সেনা এই ভিডিও প্রকাশ করার পরই পাক মিডিয়ায় পাল্টা চোখ রাঙানির খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাকিস্তানি সংবাদমাধ্যম বলছে, আজ সকালে সিয়াচেন হিমবাহের ওপর দিয়ে উড়ে গেছে তাদের যুদ্ধ বিমান। যদিও, ভারতীয় বায়ুসেনা এই দাবি খারিজ করেছে।


পাক মিডিয়ার আরও দাবি, তাদের দেশের সবকটি বায়ুসেনা ঘাঁটিকেই তৈরি রাখা হয়েছে। পাকিস্তানের বায়ুসেনা প্রধান সোহেল আমন আজ স্কার্দু বিমানঘাঁটি ঘুরে দেখেন। বায়ুসেনা-কর্মীদের সঙ্গে কথাও বলেন তিনি।


আরও পড়ুন, শিনা বোরা হত্যাকাণ্ডে কি নয়া মোড়?