প্রথম মহিলা পাইলট পেল ভারতীয় নৌসেনা
একইসঙ্গে ভারতীয় নৌসেনার আর্মামেন্ট ইন্সপেক্টোরেট শাখায় যোগদান করল আরও তিন মহিলা অফিসার
নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নৌসেনায় যোগ দিতে চলেছেন প্রথম মহিলা পাইলট। ভারতীয় নৌসেনার প্রথম মহিলা পাইলট হয়ে ইতিহাস তৈরি করলেন উত্তরপ্রদেশের বরেলির বাসিন্দা শুভাঙ্গী স্বরূপ। হায়দরাবাদের এয়ারফোর্স অ্যাকাডেমিতে পাইলটের প্রশিক্ষণ শেষে খুব শিগগিরই তাঁকে ভারতীয় নৌসেনার বিমান চালাতে দেখা যাবে।
একইসঙ্গে ভারতীয় নৌসেনার আর্মামেন্ট ইন্সপেক্টোরেট শাখায় যোগদান করল আরও তিন মহিলা অফিসার। তাঁরা হলেন দিল্লির আস্থা সহগল, পুদুচেরির রূপা ও কেরলের শক্তি মায়া। আর্মামেন্ট ইন্সপেক্টোরেট শাখায় এই প্রথম যোগ দিলেন কোনও মহিলা। চার তরুণীই কেরলের কান্নুরে ইজিমালা নেভাল অ্যাকাডেমি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত। চারজনেরই বয়স কুড়ির কোঠায়।
আরও পড়ুন, 'মাথা রুমালে ঢাকা কেন?' ছুড়ে ফেলা হল চলন্ত ট্রেন থেকে
নৌসেনার কম্যান্ডারের মেয়ে শুভাঙ্গী। পারিবারিক পরম্পরা মেনেই নৌসেনায় যোগ দিয়েছেন তিনি। পাইলট হওয়া যেন স্বপ্নপূরণের মতো, জানিয়েছেন শুভাঙ্গী। এর আগে নৌসেনার অ্যাভিয়েশন শাখায় মহিলাদের নিয়োগ করা হলেও মূলত এয়ার ট্রাফিক কনট্রোলারের দায়িত্ব পালন করেন তাঁরা। একইসঙ্গে মহিলারা সামলাচ্ছেন নৌসেনার অস্ত্রভাণ্ডার রক্ষণাবেক্ষণের দায়িত্বও।