'মাথা রুমালে ঢাকা কেন?' ছুড়ে ফেলা হল চলন্ত ট্রেন থেকে

ট্রেনের জানলা, দরজা বন্ধ করে লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়

Updated By: Nov 23, 2017, 04:58 PM IST
'মাথা রুমালে ঢাকা কেন?' ছুড়ে ফেলা হল চলন্ত ট্রেন থেকে

নিজস্ব প্রতিবেদন : মুখ রুমাল দিয়ে ঢাকা। সেই 'অপরাধে' চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলা হল তিন মুসলিম ধর্মপ্রচারককে। ঘটনাটি  ঘটেছে উত্তরপ্রদেশের বাগপতে।

জানা গিয়েছে, দিল্লির মারকাজি মসজিদ ঘুরে বাগপতের আহেদা গ্রামে ফিরছিলেন ওই তিন ব্যক্তি। সেইসময় আহেদা স্টেশনের কাছে তাদের উপর রড নিয়ে হামলা চালায় কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। এই ঘটনায় গুরুতর জখম হন ওই তিন ব্যক্তি। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিত্সাধীন। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস।

আরও পড়ুন, "বন্দেমাতরম বলুন, নইলে কুপিয়ে মারব", হেনস্থা দলিত লেখককে

আহত এক ব্যক্তি জানিয়েছেন, ট্রেন আহেদা স্টেশনের কাছাকাছি পৌঁছলে তাঁরা নামার জন্য প্রস্তুত হচ্ছিলেন। সেইসময় কয়েকজন দুষ্কৃতী দরজা, জানলা বন্ধ করে দিয়ে লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। মাথা রুমাল দিয়ে ঢাকা কেন? একটাই প্রশ্ন বারবার করছিল দুষ্কৃতীরা। এরপরই তাঁদের চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলে দেওয়া হয়। দলে ৭ জন দুষ্কৃতী ছিল বলে অভিযোগ।

.