ভারতের পরবর্তী নৌসেনা প্রধান ভাইস অ্যাডমিরাল করমবীর সিং
আগামী ৩১ মে শেষ হচ্ছে বর্তমান নৌসেনা প্রধান সুনীল লাম্বার কার্যকাল। তাঁর জায়গায় আসছেন করমবীর সিং
নিজস্ব প্রতিবেদন: ভারতের পরবর্তি নৌসেনা প্রধান হিসেবে নিযুক্ত হলেন ভাইস অ্যাডমিরাল করমবীর সিং। প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে শনিবার একথা জানানো হয়েছে। আগামী ৩১ মে শেষ হচ্ছে বর্তমান নৌসেনা প্রধান সুনীল লাম্বার কার্যকাল। তাঁর জায়গায় আসছেন করমবীর সিং।
আরও পড়ুন-অর্জুন 'ঘনিষ্ঠে'র বিজেপিতে যোগদান, মুকুলের 'ইঙ্গিত' মমতাকে!
১৯৮০ সালে ভারতীয় নৌসেনায় যোগ দেন করমবীর সিং। ১৯৮২ সালে তিনি নৌসেনার কপ্টার পাইলট নিযুক্ত হন। ২০১৭ সালে ৩১ অক্টোবর নৌবাহিনীর ইস্টার্ন কমান্ডের কমান্ডিং-ইন-চিফ নিযুক্ত হন করমবীর সিং।
আদতে পঞ্জাবের জলন্ধরের মানুষ করমবীর সিং। মহরাষ্ট্রের বারনেস স্কুল থেকে স্নাতক হন। তার পরেই তিনি এনডিএতে যোগ দেন।
আরও পড়ুন-৩ এপ্রিল রাজ্যে মোদী, ব্রিগেডে জনসভা
টানা ৩৭ বছরের কর্মজীবনে তিনি একাধিক খেতাব পেয়েছেন ভাইস অ্যাডমিরাল করমবীর সিং। এর মধ্যে রয়েছে অতি বিশেষ সেনা মেডেল ও পরম বিশিষ্ট সেনা মেডেল। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ চাঁদবিবি, ক্ষেপণাস্ত্রবাহী আইএনএস বিজয়দূর্গের মতো জাহাজের দায়িত্বে ছিলেন।