জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট রয়েছে জাপানিদের দখলে। এই পাসপোর্টের বলে জাপানিরা দুনিয়ার ১৯৩ দেশে বিনা ভিসায় ঢুকতে পারবেন। এরকমই একটি তালিকা প্রকাশ করেছে হেনলি পাসপোর্ট ইনডেক্স। ওই তালিকায় উপরের দিকে রয়েছে জাপান, জার্মানি, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়ার মতো দেশ। সেই তালিকায় ভারতের স্থান ৮৩। এর ফলে ভারত দুনিয়ার ৫৯টি দেশে বিনা পাসপোর্টে যেতে পারবেন ভারতীয়রা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-আপনারা কি সংসার করতে চান? বিচারকের প্রশ্ন শুনে কী জবাব দিলেন সৌমিত্র-সুজাতা


ভারতীয় পাসপোর্ট নিয়ে কোন কোন দেশে যাওয়া যাবে বিনা ভিসায়


অন্টার্টিকা, ভুটান, ডমিনিকা, এল সালভাডোর, ফিজি, গ্রানাডা, হাইতি, জামাইকা, জেজু (দক্ষিণ কোরিয়া), মরিসাস, মাইক্রোনেসিয়া, নেকাল, সেন্ট কিটস, সেন্ট ভিনসেন্ট, সেনগাল, ভালবার্ড, সুরিনাম, তিনিদাদ অ্য়ান্ড টোবাগো, ভানুয়াতু, হংকং, কিস আইল্যান্ড, ম্যাকাউ, প্য়ালেস্টাইন, ব্রিটিশ ভার্জিন আইল্য়ান্ড, মন্টেসাটো, কুক আইল্যান্ড, পিটক্রেন আইল্য়ান্ড, নর্দান সাইপ্রাস, সার্বিয়া, সাউথ অসেটিয়া, ট্রান্সনাসিয়া, টিউনিসিয়া, সোমলমাইল্য়ান্ড।


যে সব দেশে অন অ্যারাইভ্যাল ভিসা পাবেন ভারতীয়রা।


বলিভিয়া, কম্বোডিয়া, কেপ ভার্দে, কোমোরোস, জিবুতি, ইথিওপিয়া, গিনিয়া বিসাউ, গায়না, ইন্দোনেশিয়া, জর্ডন, কোনিয়া, লাওস, মাদাগাস্কার, মলদ্বীপ, মাদাগাস্কার, মৌরিতোনিয়া, নাউরু, পালাউ, সেন্ট লুসিয়া, সামোয়া, সিসিলাস, সোমালিয়া, শ্রীলঙ্কা, তাঞ্জানিয়া, থাইল্যান্ড।


দুনিয়ার শক্তিশালী পাসপোর্ট


জাপান-১৯৩(ভিসা ফ্রি) দেশ।
সিঙ্গাপুর-দক্ষিণ কোরিয়া-১৯২(ভিসা ফ্রি) দেশ।
জার্মানি ও স্পেন-১৯০ দেশ।
ফিনল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ-১৮৯ দেশ।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)