নিজস্ব প্রতিবেদন: যাত্রীবাহী বেসরকারি ট্রেনের পর এবার বেসরকারি পণ পরিবাহী মালগাড়ি চালানোর কথা ভাবছে রেল। এনিয়ে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। ওইসব ট্রেন চলবে ২৮০০ কিলোমিচার দীর্ঘ পূর্ব-পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডোর দিয়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'মমতা-মুকুল এক কোম্পানি...' নারী নির্যাতনের প্রতিবাদে যৌথ মিছিল পা মেলাল বাম-কংগ্রেস


জি মিডিয়া সূত্রে খবর, টাটা, আদানি, মহীন্দ্রা, মারুতির মতো কেম্পানিকে ও ট্রেন চালানোর ব্যাপারে সুযোগ দেওয়া হতে পারে। ডাকা হতে পারে আমাজন ও ফ্লিপকার্টের মতো অনলাইন  কোম্পানিগুলিকেও। ২০২১ সালে ওই ২৮০০ কিলোমিটার ফ্রেট করিডোরের কিছুটা অংশ তৈরি হয়ে যাবে। সেখানেই শুরু করা হতে পারে বেসরকারি মালগাড়ি চলাচল।


উল্লেখ্য, ভারতে বেসরকারি উদ্যোগ পণ্য় পরিবাহী ট্রেন চালানোর বড়সড় সুযোগ রয়েছে। তার পরেও খুর কম সংস্থা রেলের মাধ্যমে কয়লা ও স্টিল আকরিক পরিবহণ করে। ফলে এক্ষেত্রে বেসরকারি সংস্থাকে কাজে লাগানো যায় কিনা তা খতিয়ে দেখছে রেল।


আরও পড়ুন-বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর কে লড়বে কত আসনে, ঘোষণা নীতীশের


প্রসঙ্গত, গত অগাস্টে বেসরকারি যাত্রীবাহী ট্রেন চালানোর উদ্যোগ নেয় রেল। এর জন্য বেশকিছু কোম্পানিগুলিকে আহ্বান করা হয়।